দ্রুত করোনা পরীক্ষার জন্য রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই দু’দিনে ১০০ জনের অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার শর্মিলা মল্লিক বলেন, ‘‘অ্যান্টিজেন পরীক্ষায় দ্রুত ফল পাওয়া যায়। সে জন্য খুব জরুরি রোগীদের ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা শুরু হয়েছে। ইতিমধ্যে একশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে এক জনের পজ়িটিভ হয়েছে।’’
গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে মোট ৩১ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দুই সাংবাদিক, দু’জন পুলিশকর্মী ও দু’জন স্বাস্থ্যকর্মী।
ফরাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেল ১৯ জন। দুই সিআইএসএফ জওয়ানের মৃত্যুতে জেলায় মৃত্যুর সংখ্যাও বাড়ল আরও ২টি। এনটিপিসির ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১৯ জন, যা এতদিন জেলা বা ব্লক স্বাস্থ্য দফতরকে জানানোই হয়নি বলে দাবি, ফলে তা ছিল গণনার বাইরে।