৭ বছর ধরে প্রণয়ের সম্পর্ক। যুবক-যুবতীর তো বটেই দুই পরিবারের মধ্যেও সম্পর্ক, আসা-যাওয়া ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাসও হয়েছে বলে অভিযোগ যুবতীর। কিন্তু এখন প্রেমিক বেঁকে বসায় বিয়ের দাবিতে অভিযুক্ত প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক তরুণী।
মুর্শিদাবাদের সাগরদিঘির সদানন্দ ঘোষের বাড়ির সামনে বসে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ওই তরুণীর দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না। সদানন্দর বাড়ির লোকজন ভিতর থেকে তালাবন্ধ করে বসে আছেন। তবে সদানন্দ ঘরছাড়া। পরিবারের সদস্যরাও কেউ মুখ খুলতে চাননি।
খবরের কাগজ পেতে বসে এক তরুণী। পাশে একটি প্ল্যাকার্ডে লেখা, ‘বিয়ের জন্য অনশন’। নীচে একটু ছোট হরফে লেখা, ‘৭ বছরের প্রেম’। রবিবার সাতসকালে এমন ছবি দেখে কিছুটা তাজ্জব বনে যান এলাকাবাসী। খবর পাঁচকান হতেই এলাকায় ভিড়ও জমান কৌতূহলী কয়েক জন।