১৪ বছরের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক গৃহশিক্ষক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ‘নির্যাতিতা’কে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
ছাত্রীর পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে ওই গৃহশিক্ষক মেয়েটিকে বাড়িতে গিয়ে পড়াতেন। দিন কয়েক আগে শাসনের নামে ছাত্রীকে যৌন হেনস্থা করেন তিনি। মেয়েটি সে কথা পরিবারকে জানালে থানায় অভিযোগ দায়ের করে তারা। মেয়ের বাবার কথায়, ‘‘যাকে বিশ্বাস করেছিলাম, যার হাতে সন্তানের পড়াশোনা দেখার ভার দিয়েছিলাম, সেই মানুষটা এমন কাজ করবে, স্বপ্নেই ভাবিনি।’’
বহরমপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে শনিবার বিকেলে হাজির করানো হয়েছিল আদালতে। বিচারক তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযোগের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন:
অন্য দিকে, স্থানীয়েরা জানাচ্ছেন, ওই গৃহশিক্ষক এমন কাজ করতে পারেন, তা তাঁরা ভাবতেই পারেননি। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেন, ‘‘নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।’’