ডিসেম্বর মাস জুড়ে অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে জঙ্গিপুরের পুলিশ। এই মাসে ৭৫ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি ২২৪ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে এগুলির আনুমানিক মূল্য প্রায় ৫০-৬০ লক্ষ টাকা। এই পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সুতি এবং রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকেই মূলত উদ্ধার হয়েছে এই নিষিদ্ধে দ্রব্য।
বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক বিদ্যুৎ তরফদার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘জঙ্গিপুর পুলিশ জেলার অধীনে ডিসেম্বর মাসে অবৈধ মাদক দ্রব্য বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছিল। মোট ১১জন গ্রেফতার হয়েছে।’’ মূলত অসম এবং ত্রিপুরা থেকে সড়ক পথে এই নিষিদ্ধে দ্রব্যগুলি আসছিল। মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও নজরদারি জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।