বাড়ির সামনের রাস্তা নিয়ে শুরু হয়েছিস পারিবারিক বিবাদ। অভিযোগ, সে কারণে কাকার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন ভাইপো। পরিবারের দাবি, তার জেরে গুরুতর জখম হন সুভাষ দে নামে ওই ব্যক্তি। কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত আকন্দবেরিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে রাস্তাকে কেন্দ্র করে সুভাষ এবং তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। রবিবার সেই বিবাদ চরমে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ। অভিযোগ, সেই সময় সুভাষের ভাইয়ের ছেলে বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পথেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
মৃতের মেয়ে পাপিয়া দে বলেন, ‘‘বাবার মাথায় আঘাত করে করা হয়েছে। নাক-মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল।’’ কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্তে নেমেছে কালীগঞ্জ থানার পুলিশ। পাপিয়ার কথায়, “আমরা ন্যায় চাই। যারা বাবাকে খুন করেছে, তাদের কঠোর শাস্তি হোক।”