Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Tapas Saha

ক্ষোভের সামনে বিধায়ক

বৃহস্পতিবার চাঁদেরঘাট পঞ্চায়েতে ধোপট্ট এলাকায় ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তা জনসাধারণের মধ্যে প্রচার করা হচ্ছে।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা 
পলাশিপাড়া  শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০১:৫২
Share: Save:

‘বঙ্গধ্বনি’ যাত্রা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পলাশিপাড়ার বিধায়ক তাপস সাহা। এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি অভিযোগ এলাকার বেশ কিছু মানুষ তাঁকে ঘিরে ধরেন। তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিধায়ক।

বৃহস্পতিবার চাঁদেরঘাট পঞ্চায়েতে ধোপট্ট এলাকায় ঘটনাটি ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে তা জনসাধারণের মধ্যে প্রচার করা হচ্ছে। কিন্তু ধোপট্ট এলাকায় সেই ভাবে কোনও কাজ হয়নি। এমন অনেক এলাকা রয়েছে যেখানে আলো পৌঁছয়নি, রাস্তা বেহাল। সে দিকে নজর নেই প্রশাসনের।

স্থানীয় সূত্রের খবর, বিক্ষোভের সময়ে বেশ কিছু তৃণমূলের কর্মীও উপস্থিত ছিলেন। তাঁরা চাঁদের ঘাট অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি তুহিন মণ্ডলের ঘনিষ্ঠ। তুহিনকে পদ থেকে সরানোর জেরে গোষ্ঠীদ্বন্দ্বও এই বিক্ষোভের পিছনে থাকতে পারে বলে তৃণমূলের একাংশের দাবি।

তুহিন অবশ্য দাবি করেন, ‘‘আমি এলাকায় ছিলাম না। ঠিক কী ঘটেছে জানি না।” বিধায়ক দাবি করেন, ওই এলাকায় অনেক কাজ হয়েছে। কিছু দিন আগেই বার্নিয়া থেকে চাঁদের ঘাট পর্যন্ত পাকা রাস্তা হয়েছে। তার পরেও এই বিক্ষোভের অর্থ নেই। তিনি বলেন, “স্থানীয় কোনও নেতার মদতে কিছু লোক এটা করে থাকতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tapas Saha MLA Rage TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE