দীর্ঘ ১৪ মাস পরে মুর্শিদাবাদ জেলা পরিষদে সাধারণ সভা ডাকা হল। সেই সঙ্গে জেলা পরিষদের চুড়ান্ত বাজেট বৈঠকও ডাকা হয়েছে। আজ মঙ্গলবার জেলা পরিষদের সভাগৃহে প্রথমে মুর্শিদাবাদ জেলা পরিষদের ২০২৫-২৬ আর্থিক বছরের চূড়ান্ত বাজেট বৈঠক হবে। তার পরে সেখানেই জেলা পরিষদের সাধারণ সভা হবে।
জেলা পরিষদ সূত্রের খবর, আগেই জেলা পরিষদের খসড়া বাজেট হয়েছে। এ বারে চূড়ান্ত বাজেট হবে। তবে দীর্ঘ দিন ধরে জেলা পরিষদের সাধারণ সভা না ডাকায় বিরোধীরা নানা প্রশ্ন তুলেছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরোধী দলের সদস্যদের অভিযোগ, এক বছর দু’মাস পরে জেলা পরিষদের সাধারণ সভা হচ্ছে। অথচ বছরে চারটি জেলা পরিষদের সাধারণ সভা হওয়ার কথা। এ ভাবে সাধারণ সভা না করে জেলা পরিষদের সদস্যদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
দীর্ঘ দিন পরে আজ জেলা পরিষদের সাধারণ সভা হওয়ায় সেখানে বিরোধীদের নানা প্রশ্নের মুখে পড়তে হতে পারে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদকে।
কংগ্রেসের জেলা পরিষদের সদস্য তৌহিদুর রহমান সুমন বলেন, ‘‘জেলা পরিষদের উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে। সাধারণ সভা নিয়মিত ডাকা হয় না। নানা অভাব অভিযোগ রয়েছে জেলা পরিষদের বিরুদ্ধে। কিন্তু দীর্ঘ ১৪ মাসের বেশি সময় ধরে জেলা পরিষদের সাধারণ সভা হয়নি। যার জেরে আমাদের মতো সাধারণ জেলা পরিষদের সদস্যরা জেলা পরিষদে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।’’ তাঁর দাবি, ‘‘কয়েক মাস আগে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বহরমপুরে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন। সেই বৈঠকে আমরা জেলা পরিষদের সাধারণ সভায় অনিয়মিত বৈঠক হয় বলে জানিয়েছিলাম। সেই সঙ্গে আরও অভিযোগ ছিল। শেষ পর্যন্ত জেলা পরিষদ চূড়ান্ত বাজেটের দিনেই সাধারণ সভা ডেকেছে।’’
তবে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিরোধীদের অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘জেলা পরিষদে নিয়মিত সাধারণ সভার বৈঠক হয়। জেলা পরিষদের সাধারণ সদস্যদের নিয়ে বিভিন্ন সময়ে আমরা উন্নয়ন সংক্রান্ত বৈঠকও করেছি। ফলে কথা বলার সুযোগ পান না, এ কথা ঠিক নয়।’’
রুবিয়া বলেন, ‘‘জেলা জুড়ে সর্বত্র উন্নয়নের কাজ হচ্ছে। জেলা পরিষদের সদস্যদের রাজনীতির রং না দেখে সব এলাকায় কাজ দেওয়া হয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)