Advertisement
০৪ মে ২০২৪

১৫ দিন খোঁজ নেই নৈশরক্ষীর

মাত্র দু’দিনের ছুটি নিয়েছিলেন। তার পর থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন খয়রাশোল ব্লকের এক সরকারি কর্মী। দিন পনেরো ধরে সন্ধান নেই জয়ন্ত দীর্ঘাঙ্গী নামে ব্লক অফিসের ওই নৈশপ্রহরীর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৫:৫২
Share: Save:

মাত্র দু’দিনের ছুটি নিয়েছিলেন। তার পর থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন খয়রাশোল ব্লকের এক সরকারি কর্মী। দিন পনেরো ধরে সন্ধান নেই জয়ন্ত দীর্ঘাঙ্গী নামে ব্লক অফিসের ওই নৈশপ্রহরীর।

তাঁর খোঁজ না পেয়ে উদ্বিগ্ন ব্লক প্রশাসন। মোবাইল এবং সোশ্যাল মিডিয়ায় বহুবার জয়ন্তবাবুর সঙ্গে যোগযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষে জেলাশাসককে চিঠি দিয়ে সব জানিয়েছেন খয়রাশোলের বিডিও তারকনাথ চন্দ্র। একটি নিখোঁজ ডায়েরিও খায়রাশোল থানায় করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। ওই নৈশপ্রহরীর খোঁজ অবশ্য এখনও মেলেনি। প্রশাসন সূত্রের খবর, ১৫ বছর ধরে জয়ন্তবাবু খয়রাশোলে কর্মরত। তাঁর বাড়ি বহরমপুর শহরের খাগড়ায়। ৬ ও ৭ জুন, এই দু’দিনের জন্য ছুটি নিয়ে তিনি খাগড়ায় গিয়েছিলেন। তার পর থেকে তিনি আর অফিসে আসেননি। বিডিও বলেন, ‘‘ছুটি শেষ হওয়ার পরও কেন কাজ যোগ দিলেন না জয়ন্ত, তা নিয়ে প্রশ্ন ছিল। গত ১৩ জুন লোক মারফত খবর পাই, তিনি মূর্শিদাবাদের বাড়ি থেকে রওনা হয়েছেন। কিন্তু এখানে আসেননি। ওঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জয়ন্তর স্ত্রী-ও জানিয়েছেন, তাঁরা দুশ্চিন্তায়। কিন্তু স্বামী কোথায় তিনি জানেন না। শেষে আমার তরফে যা করনীয় করেছি।’’

ব্লক প্রশাসনের দাবি, জয়ন্তবাবুর পরিবারের তরফে কেউ খয়রাশোলেও আসেননি। এমনকী নিখোঁজ ডায়েরিও করা হয়নি। জয়ন্তবাবুর স্ত্রী রমা সান্যালের (দীর্ঘাঙ্গী) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘মানসিক অবস্থা ভাল নয়। এখন কথা বলতে পারব না।’’ পুলিশকে কেন জানালেন না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাড়ি থেকে তো খোঁজাখুজি হচ্ছেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nightguard missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE