কাঠ এবং বাঁশ দিয়ে পিটিয়ে বন্ধুকে খুন করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম দেবাশিস মণ্ডল। তাঁর বয়স ৩১ বছর। তাঁকে খুনের অভিযোগ উঠেছে বন্ধু তুহিন হালদার এবং সুকান্ত বিশ্বাসের বিরুদ্ধে। ইতিমধ্যে তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দেবাশিসের ব্যবসা ছিল। তাঁর সঙ্গে মঙ্গলবার রাত থেকে মদ্যপান করছিলেন তুহিন এবং সুকান্ত। ভোরের দিকে দেবাশিসের সঙ্গে বাকি দু’জনের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। কাঠের টুকরো দিয়ে দিয়ে দেবাশিসকে ওই দুই বন্ধু মারধর করতে থাকেন বলে অভিযোহ। সংজ্ঞা হারালে দেবাশিসকে ফেলে পালিয়ে যান অভিযুক্তেরা।
আরও পড়ুন:
পরিবারের লোকজন দেবাশিসকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।