যুবকের থেকে আগ্নেয়াস্ত্র এবং বুলেট উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায়। ধৃত যুবক কোনও অস্ত্রপাচার চক্রের হয়ে কাজ করছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
দৌলতাবাদ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। নাকা তল্লাশির সময় আটকানো হয় এক যুবককে। পুলিশের দাবি, ওই যুবকের থেকে একটি পাইপ গান এবং ২ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম আবদুল্লা মণ্ডল। তিনি মুর্শিদাবাদেরই জলঙ্গি থানার কীর্তনীয়াপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন:
-
বাড়িতে বাজি তৈরির সময় বিপত্তি, পুলিশকে জানালেন ভূপতিনগর বিস্ফোরণে নিহতের স্ত্রী
-
গণতান্ত্রিক নির্বাচনকেও ‘মানছে না’ তৃণমূল, ঝালদা নিয়ে অধীরের নালিশ নতুন রাজ্যপালকে
-
৭ দিনে হাজার পার! হু হু করে বাড়ছে দাম, আদৌ কি এখন সোনা কেনা উচিত?
-
‘নীতিপুলিশ’ বাহিনী তুলে নিচ্ছে তেহরান! হিজাব বিরোধী আন্দোলনে প্রথম বড় জয় ইরানের মেয়েদের
এই ঘটনায় আর কারা জড়িত রয়েছেন সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। ওই যুবক কোনও অস্ত্রপাচার চক্রের সঙ্গে জড়িত কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করছে পুলিশ। গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। সেই তালিকায় জুড়ল দৌলতাবাদের নাম।