চন্দননগর, কৃষ্ণনগরের পাশাপাশি তেহট্টেও জগদ্ধাত্রী পুজোয় উৎসাহ থাকে চরমে। মূলত, তেহট্টের সব চেয়ে বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। থিম, প্যান্ডেল ও আলোকসজ্জায় টক্কর দিতে দেখা যায় পুজো কমিটিদের। এই ছোট শহরে জগদ্ধাত্রী পুজোর ক’টা দিন জনজোয়ার দেখা যায় রাস্তায়। প্রতি বছরের মতো এই বছরও প্রত্যেক পুজো কমিটি তাদের চিন্তাভাবনা, আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে প্রস্তুত হয়েছে। জোরকদমে চলছে কাজ। বড় বাজেটের পুজো থেকে ধর্মীয় মণ্ডপসজ্জা, লাইভ থিম থেকে নজরকাড়া আলোকসজ্জা, সব নিয়েই আনন্দ উপভোগ করতে তৈরি রয়েছে তেহট্ট।
তেহট্ট এলাকার পুরনো জগদ্ধাত্রী পুজো জিতপুর মোড়ের সেমনেজ বয়েজ। বড় বাজেটের এই পুজো কমিটির প্রতিমা তেহট্টের ‘বুড়িমা’ রূপেই পুজিত হয়, যা এলাকাবাসীর আবেগ। এই পুজোর অন্যতম আকর্ষণ বিসর্জনের শোভাযাত্রা। বর্গিডাঙা পাড়া যুব সঙ্ঘের পুজোয় দক্ষিণ ভারতের অক্ষয় মন্দিরের কিছু অংশ ফুটিয়ে তোলা হবে। তা ছাড়া, ১২ ফুটের সাবেক প্রতিমা এবং আলোকসজ্জায় কেদারনাথ মন্দির ফুটিয়ে তোলা হবে। হাসপাতাল পাড়া ঐক্যতান ক্লাবের এ বারের থিম ‘লক্ষ্মী এলো ঘরে’। এই পুজো কমিটির শোভাযাত্রায় দেখা যাবে নব মহাবিদ্যা ও শিবতাণ্ডবের দৃশ্য। চাতরপাড়া বারোয়ারির থিম ‘স্বদেশি আন্দোলনে নারীদের অবদান’। মণ্ডলপাড়া এস এস সি ক্লাবের থিম ‘নরকলোক’, যা লাইভ শোয়ের মাধ্যমে উপস্থাপন করা হবে। ঠাকুরপাড়া বারোয়ারির প্রতিমা তেহট্টের ‘রানিমা’ রূপে পরিচিত। এই কমিটিতে রাতে বড় বাজেটের লেজ়ার শো দেখানো হবে দর্শনার্থীদের।
তেহট্ট পিডব্লুডি মোড়ের তিন মূর্তি ক্লাবের থিম ‘স্বপ্নের পরি’। নতুনপাড়া সর্বজনীন ক্লাবে এ বার কাঠ, কাঠের গুঁড়ো দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। হাইস্কুল পাড়া বারোয়ারির থিম ‘কেদারনাথ’ মন্দির। তেহট্ট বাজার আপনজন ক্লাবের থিম ‘মহাকাল’। কালীতলা পাড়া বারোয়ারি, চাতরপাড়া আপনজন ক্লাব, হাউলিয়া আমরা সবাই ক্লাব, সাথী ক্লাবে দেখা যাবে নজরকাড়া ফুলের সাজের প্যান্ডেল। অন্য দিকে, তেহট্ট ত্রিপুরা পাড়া বারোয়ারি, বর্গিডাঙা সোনালি ক্লাবের থার্মোকলের মণ্ডপ দেখা যাবে।
একাধিক কমিটির সূত্রে জানা গিয়েছে, পুজোর ক’টা দিন দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য চলবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। কমিটির কর্তাদের মধ্যে সঞ্জয় মোহান্ত, কাজল চট্টোপাধ্যায় বলেন, “পুজোয় থিম, আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু সামাজিক কর্মসূচি পালন করা হবে।” শুভদীপ পাল বলেন, “ষষ্ঠী থেকে দশমী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)