Advertisement
E-Paper

দুষ্কৃতী হানা

গৃহকর্তাকে মারধর করে নগদ টাকা, গয়না, মোবাইল ফোন ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। সোমবার রাতে ডোমকল বাজারের কলেজ রোড এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন গভীর রাতে একদল সশস্ত্র দুষ্কৃতী ইন্দাদুল হক নামের এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়। তারপর তারা বাড়ির লোকজনকে মারধর করে টাকা পয়সা ও সোনার গয়না লুঠ করে চম্পট দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০১:২০

গৃহকর্তাকে মারধর করে নগদ টাকা, গয়না, মোবাইল ফোন ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। সোমবার রাতে ডোমকল বাজারের কলেজ রোড এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন গভীর রাতে একদল সশস্ত্র দুষ্কৃতী ইন্দাদুল হক নামের এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়। তারপর তারা বাড়ির লোকজনকে মারধর করে টাকা পয়সা ও সোনার গয়না লুঠ করে চম্পট দেয়। ইন্দাদুল হক বলেন, ‘‘ডাকাত দল ভেতরে ঢুকে প্রথমে মোবাইল কেড়ে নিয়ে আমাদের মারধর শুরু করে। নগদ সাড়ে ৮ হাজার টাকা-সহ কিছু গয়না ও মোবাইল ফোনটি নিয়ে তারা পালায়।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Domkal Robbery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy