নদিয়াতে ফের মাত্র ২০০ টাকায় বিক্রি হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। আগেও নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় ভাঙ্গার-এর কাছে ২০০ টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রির খবর উঠে এসেছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর অঞ্চলে।
এই প্রসঙ্গে ছাত্র-ছাত্রীদের অভিযোগ, স্কুল থেকে সাইকেল নিয়ে আসার পর থেকেই সাইকেলের পিছনে মোটা টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রতি এক মাস অন্তর সাইকেল সারাই করতে হচ্ছে। এই খরচের হাত থেকে বাঁচতেই কি তারা সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করে দিচ্ছে? সাইকেল বিক্রিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।