Advertisement
১৬ মে ২০২৪

হেলমেট পরলে ওঁরা কিন্তু বেঁচে যেত

নোট বাতিলের গুঁতোয় কাজ চলে গিয়েছিল তাঁদের। বাড়ি ফিরে হেলমেট না পরার মাসুল দিতে হল ধুলিয়ানের লালপুরের প্রশান্ত সিংহ (২২) ও লক্ষ্মী সিংহকে (২৪)। শুক্রবার গভীর রাতে রতনপুরে পাকুড়-ধুলিয়ান রাজ্য সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছেন দু’জন। গুরুতর জখম হয়ে তাঁদের এক সঙ্গী সুজয় রায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আর কবে হুঁশ ফিরবে? রঘুনাথগঞ্জে তোলা নিজস্ব চিত্র।

আর কবে হুঁশ ফিরবে? রঘুনাথগঞ্জে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ধুলিয়ান শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:০৪
Share: Save:

নোট বাতিলের গুঁতোয় কাজ চলে গিয়েছিল তাঁদের। বাড়ি ফিরে হেলমেট না পরার মাসুল দিতে হল ধুলিয়ানের লালপুরের প্রশান্ত সিংহ (২২) ও লক্ষ্মী সিংহকে (২৪)। শুক্রবার গভীর রাতে রতনপুরে পাকুড়-ধুলিয়ান রাজ্য সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছেন দু’জন। গুরুতর জখম হয়ে তাঁদের এক সঙ্গী সুজয় রায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ধুলিয়ান ডাকবাংলোর এক হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন প্রশান্ত। পিছনে বসেছিলেন লক্ষ্মী ও সুজয়। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাতি স্তম্ভে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান দু’জনেই।

স্বর্ণশিল্পী প্রশান্ত ও লক্ষ্মী কাজ করতেন মুম্বইয়ে। নোট বাতিলের কারণে তাঁদের কাজ চলে যায়। গত সপ্তাহে বাড়ি ফেরেন তাঁরা। সুজয়ও তাঁদের সঙ্গেই কাজ করতেন। তবে এ বার পুজোর পরে তিনি আর মুম্বই যাননি। প্রশান্তের বাবা সুকুমারবাবু বলছেন, “বিড়ি কারখানা বন্ধ। মুম্বইয়ে ছেলেরও কাজ ছিল না। বাধ্য হয়েই ছেলেকে বলি বাড়ি চলে আসতে। কিন্তু এ ভাবে যে সব শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি।”

লক্ষ্মীর বাবা রতনবাবুর কথায়, ‘‘ছেলে এই ক’বছরে ভালই কাজ শিখে নিয়েছিল। ভেবেছিলাম সংসারটা একটু গুছিয়ে নিয়েই ছেলের বিয়ে দেব। কিন্তু সব শেষ হয়ে গেল।’’ প্রশান্তের বন্ধুদের আক্ষেপ, ‘‘ভাল বাইক চালালেও প্রশান্ত হেলমেট পরত না। ওকে বহু বার বলেছিলাম বাইক আস্তে চালাস। আর হেলমেটটা পরিস। কিন্তু কথাটা শুনল কই! হেলমেট পরলে ওরা বেঁচে যেত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

helmet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE