দোকান থেকে চকোলেট ও টাকা চুরির অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। নির্যাতনের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা-সহ আরও এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ায়।
শুক্রবার বিকেলে হরিহরপাড়ার গোবরগাড়া গ্রামে চুরির অভিযোগে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে হরিহরপাড়ার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী রাজেমুদ্দিন শেখের বিরুদ্ধে। মারধরের মুহূর্তের ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। তার পরেই হরিহরপাড়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতা রাজেমুদ্দিন শেখ ও এলাকারই বাসিন্দা রবিউল ইসলামকে। শনিবার ধৃতকদের বহরমপুরে আদালতে পাঠায় পুলিশ।
তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা চাঞ্চল্যকর অভিযোগে কার্যত অস্বস্তিতে স্থানীয় ব্লক নেতৃত্ব। আইনি ব্যবস্থা না নিয়ে মারধর ঠিক হয়নি, ভুল করেছে, প্রতিক্রিয়া হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সাফিনুল বিশ্বাস। তিনি বলেন, ‘‘মারধর না করে প্রশাসনের হাতে তুলে দিতে হত। দু’জনকে আটক করা হয়েছে। প্রশাসনিকভাবে পুলিশ যা করার করবে। আমরা পাশেও নেই। রাজ্য ও জেলা নেতৃত্ব কাউকে জুলুম করার কথা বলেন না। ভুল করেছে, আইনত প্রশাসন যা করার করবে।’’