সংঘর্ষে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভা এলাকার এক তৃণমূল কর্মী। প্রায় পাঁচ মাস পর শনিবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল গব্বর শেখ নামে (৩৪) সেই তৃণমূল কর্মীর।
গত বছর ১৬ ডিসেম্বর জঙ্গিপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে চলছিল ক্যানেল তৈরির কাজ। গব্বরের পরিবারের অভিযোগ, সেই সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তা নিয়ে সংঘর্ষ বাধে। তার জেরে জখম হয়েছিলেন গব্বর। প্রথমে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর পর গব্বরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।
অবশেষে হার মানতে হয় গব্বরকে। শনিবার এসএসকেএমে মৃত্যু হয় তাঁর। গব্বরের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।