Advertisement
০৩ মে ২০২৪
Drown

গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল ভাই-বোন, ডুবুরি নামিয়ে তল্লাশি মুর্শিদাবাদে

নিখোঁজ শিশু দুটির নাম সারমিন শেখ (৫) ও সোহেল শেখ (৭)। দুই শিশুকে উদ্ধারে স্পিডবোট ও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪১
Share: Save:

মাসির বাড়ি বেড়াতে এসে পরিবারের লোকেদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু। সম্পর্কে তারা ভাই-বোন। একজন প্রথম শ্রেণি। অন্য জন দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পৌঁছে বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেয়। নিখোঁজ শিশু দুটির নাম সারমিন শেখ (৫) ও সোহেল শেখ (৭)। দুই শিশুকে উদ্ধারে স্পিডবোট ও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে রঘুনাথগঞ্জ থানা এলাকার হলুদ মিল মোল্লাপাড়া গঙ্গাঘাটে স্নান করতে নামে জঙ্গিপুর এলাকার বাসিন্দা দুই ভাইবোন। পরিবারের বাকিদের নজর এড়িয়ে গভীর জলে চলে যায় তারা। স্রোতের টানে প্রথমে তলিয়ে যেতে শুরু করে বোন। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় ভাইও। এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় নৌকো চালকরা দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজি করেও হদিস পায়নি ওই দুই শিশুর। দুই শিশু উদ্ধার করতে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।

দুই শিশুর মাসি নুরবানু খাতুন বলেন, ‘‘আমি ঘাটের পাড়েই ছিলাম। নজরে আসতে ঝাঁপিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করি। আমাকেও স্রোতে টেনে নেয়। কোনও ক্রমে নিজের প্রাণ বাঁচাতে পারলেও ওদের বাঁচাতে পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE