Advertisement
E-Paper

Bengal Polls: ফের প্রার্থী ঘিরে অসন্তোষ বিজেপি-র অন্দরে, অনশন-বিক্ষোভে উত্তপ্ত রানাঘাট উত্তর-পশ্চিম

প্রার্থিতালিকা নিয়ে বিজেপি-র অন্দরে অসন্তোষ এবং বিক্ষোভ লেগেই রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৬:১৮
বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ চলছে।- নিজস্ব চিত্র।

বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ চলছে।- নিজস্ব চিত্র।

প্রার্থিতালিকা নিয়ে বিজেপি-র অন্দরে অসন্তোষ এবং বিক্ষোভ লেগেই রয়েছে। এ বার তার আঁচ দেখা গেল নদিয়ার রানাঘাটে।

সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিমের প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়কে বদলের দাবিতে এ বার অনশন-বিক্ষোভে সামিল হলেন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। গত চারদিন ধরে জেলা পার্টি অফিসের সামনে এই অনশন ও বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা। প্রার্থী বদলের দাবিতে গত চারদিন ধরে চলা এই বিক্ষোভে বিজেপি-র মহিলা কর্মীরাও সামিল হয়েছেন। জেলার মূল পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে তার সামনে অনশন বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল থেকে আসা পার্থসারথিকে বদল করে বিজেপি-র যে কোনও পুরনো কর্মীকে প্রার্থী করতে হবে। তাঁদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না-যায়, সে জন্য নড়ে বসেছেন দলের জেলা নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি শুনতে ঘটনাস্থলে পৌঁছন নদিয়া দক্ষিণের বিজেপি-র সভাপতি অশোক চক্রবর্তী-সহ অন্য নেতারা। আলাপ-আলোচনার মাধ্যমে ‘বিক্ষুব্ধ’দের বাগে আনার চেষ্টা শুরু করছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy