মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে ভরদুপুরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন এক মহিলা। দাবি করেছিলেন, মাথায় আঘাত করেছিল দুষ্কৃতীরা। বহরমপুরের ব্যস্ত গোড়াবাজার এলাকায় সেই ডাকাতির অভিযোগের বর্ণনা ছিল হাড়হিম করা। বড়সড় প্রশ্নের মুখে পড়ে যায় নাগরিকদের নিরাপত্তা। শেষ পর্যন্ত তদন্তে দেখা গেল, অভিযোগ ‘সাজানো’। টানটান ক্রাইম থ্রিলারের ধাঁচে গল্প ফেঁদেছিলেন এক মহিলা। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেলেন অভিযোগকারিণী।
জিজ্ঞাসাবাদের পরে পুলিশের প্রাথমিক অনুমান, সোনার গয়না হাতাতে অভিযোগকারিণী গায়ত্রী নিজেই ডাকাতির সাজানো অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ তদন্তে এগোতেই বেশ কিছু ফাঁক খুঁজে পায়। ডাকাতির ঘটনা কোনও সিসি ক্যামেরায় ধরা পড়েনি। তাতে সন্দেহ হয় পুলিশের। তার পরে তদন্ত করে স্পষ্ট হয় বিষয়টি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সোনার গয়না হাতাতেই ডাকাতির গল্প ফেঁদেছিলেন ওই মহিলা। জিজ্ঞাসাবাদে সে কথা স্বীকারও করেছেন অভিযোগকারিণী। জিজ্ঞাসাবাদে জানা যায়, নিজের মায়ের প্রায় ১.২ কেজি সোনার গয়না সরিয়ে ফেলেছেন মহিলা। তা খোয়া গিয়েছে প্রমাণ করতেই ডাকাতির গপ্পো ফাঁদেন তিনি।