E-Paper

সমাজমাধ্যম শাখায় নয়া দায়িত্ব কংগ্রেসে

সমাজমাধ্যমে দলের বক্তব্য ও প্রচার আরও জোরালো ভাবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে কংগ্রেস। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে বাংলায় প্রদেশ কংগ্রেসের সমাজমাধ্যম শাখার চেয়ারপার্সন নিয়োগ করা হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ০৯:০০
AICC

বাংলায় প্রদেশ কংগ্রেসের সমাজমাধ্যম শাখার চেয়ারপার্সন নিয়োগ করা হল। প্রতীকী ছবি।

লোকসভা নির্বাচনের আর বছরখানেক বাকি। এই সময়ে সমাজমাধ্যমে দলের বক্তব্য ও প্রচার আরও জোরালো ভাবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে কংগ্রেস। সেই কৌশলেরই অঙ্গ হিসেবে বাংলায় প্রদেশ কংগ্রেসের সমাজমাধ্যম শাখার চেয়ারপার্সন নিয়োগ করা হল। এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের ওই বিভাগের দায়িত্ব পাচ্ছেন অশোক ভট্টাচার্য। রাজ্য কো-অর্ডিনেটর হিসেবে সৌরভ কুন্ডু, সৌরভ রায়, তন্ময় দত্ত ও শিউ মাইতিকে নিয়োগের সিদ্ধান্তেও সিলমোহর দিয়েছে এআইসিসি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

AICC Congress Social Media

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy