বদল হল অগ্রগামী কিষাণ সভার রাজ্য নেতৃত্বে। কোচবিহারে ছিল ফরওয়ার্ড ব্লকের এই কৃষক সংগঠনের একাদশতম রাজ্য সম্মেলন। দু’দিনের সম্মেলন শেষে অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্পাদক হয়েছেন কোচবিহারেরই নেতা আব্দুর রউফএবং নতুন রাজ্য সভাপতি হয়েছেন প্রাক্তন বিধায়ক, বীরভূমের দীপক চট্টোপাধ্যায়। এর আগে সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন জলপাইগুড়ির গোবিন্দ রায় এবং রাজ্য সভাপতি ছিলেন আর এক প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস। সম্মেলনে তৈরি হয়েছে ৪১ জনের নতুন কমিটি, গঠন করা হয়েছে ১৩ জনের রাজ্য সম্পাদকমণ্ডলীও। কৃষক সংগঠনের রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়-সহ দলের রাজ্য নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)