আগামী ৬ থেকে ১৯ জুলাই দিল্লি-সহ দেশের ছ’টি শহর থেকে উড়ান আসবে না কলকাতায়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সায় দিয়ে শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক। কলকাতা বিমানবন্দরের তরফে এই সিদ্ধান্তের কথা এদিন বিকেলে ঘোষণা করা হয়েছে।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র এদিনের নির্দেশিকার কথা জানিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের টুইট— ‘আগামী ৬-১৯ জুলাই দিল্লি, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, পুণে এবং নাগপুর থেকে উড়ান আসবে না কলকাতা বিমানবন্দরে। এই সময়সীমা বা পরবর্তী নির্দেশিকা না-আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বলবৎ থাকবে।’