দেখতে দেখতে ৭৫ বছরে পা রাখল শহর জলপাইগুড়ির শিশু নিকেতন প্রিপ্যারেটরি বিদ্যালয়। উত্তর বঙ্গের প্রাচীন এই শিশুশিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয় ১৯৪১-এর ৬ জানুয়ারি। প্রতিষ্ঠাতা সমাজসেবিকা অরুণা দাশগুপ্ত। বিভিন্ন সময়ে এই বিদ্যানিকেতনে বিধান চন্দ্র রায়, হরেন্দ্রলাল মুখোপাধ্যায়, পদ্মজা নাইডু, অবনীন্দ্রনাথ ঠাকুর, স্বপন বুড়ো, উদয়শংকর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, পণ্ডিত রবিশংকর প্রমুখ বরেণ্য মানুষদের আগমন ঘটেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন আমৃত্যু এই নিকেতনের সভাপতির পদটি অলঙ্কৃত করেছেন। স্বনামধন্য চিকিৎসক অনুপম সেন যুক্ত ছিলেন এই সারস্বত প্রতিষ্ঠানটির সঙ্গে। সম্প্রতি এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলির অঙ্গ হিসেবে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাঁচাদের সম্মেলক কণ্ঠে পরিবেশিত হল সূচনা সঙ্গীত—‘আনন্দলোকে মঙ্গলালোকে’। মঙ্গলদীপ প্রজ্বলন করেন স্কুলের সম্পাদক কল্যাণ চক্রবর্তী। ‘ধূমকেতু’ গোষ্ঠীর পুতুল নাচ, শিশুরা উপভোগ করে। মাইকেল বন্দ্যোপাধ্যায় স্যাক্সোফোনের সুরে মেতে উঠেছিল ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যোতিপ্রসাদ রায়।