জলপাইগুড়ির মালবাজারের আতঙ্ক ছড়াল একটি চিতাবাঘ। বৃহস্পতিবার রাত্রে মালবাজারের এক গ্রামে একটি মুরগি রাখার ঘরে ঢুকে পড়ে চিতাবাঘ। এলাকাবাসী সেটিকে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন দফতরের কর্মীর সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।
মালবাজারের ডাঙ্গাপাড়ার বাবলু হোসেন নামে এক ব্যক্তির মুরগির ঘরে চিতাবাঘটি ঢুকে পড়ে। গ্রামে চিতাবাঘ ঢুকে পড়েছে খবর চাউর হতেই সেখানে জড়ো হয়ে যান প্রচুর মানুষ। খবর দেওয়া হয় ধুপঝোরা বিট অফিসেও।
বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খবর দেন খুনিয়া রেঞ্জের অন্তর্গত খুনিয়া স্কোয়াডের কর্মীদের। রাত্রেই ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। তাঁরা এসে প্রথমে মুরগির ঘরের ৪ দিকে জাল দিয়ে ঘিরে দেন। এর পর জালে ধরা পড়ে যায় চিতাবাঘটি। তবে চিতাবাঘটির বয়স মাত্র কয়েক মাস বলে মনে হচ্ছে। তবে প্রথমে অন্ধকার ঘরের মধ্যে দেখে তা বোঝা যায়নি।
রাত ১২টা নাগাদ খুনিয়া স্কোয়াডের কর্মীরা চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। এরপরেই অতঙ্কমুক্ত হন এলাকার মানুষ। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, “চিতাবাঘটিকে রাত্রেই লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক পরীক্ষার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”