Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Leopard

তুমি যে এ ঘরে কে তা জানত! জঙ্গল ছেড়ে বাড়িতে চিতাবাঘ, শিলিগুড়িতে জখম ৩

বাড়িটির বাসিন্দারা গেট আটকে চিতাটিকে বাড়িতেই বন্দি করে রাখেন। তাঁরা খবর দেন প্রধাননগর থানার পুলিশকে।

সিঁড়িতে চিতাবাঘ।

সিঁড়িতে চিতাবাঘ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১১:৩৯
Share: Save:

পায়ে পড়ি বাঘমামার মতো দশা! জঙ্গল ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়ে মাঝে মাঝেই। এ সব গা সওয়া হয়ে গিয়েছে শিলিগুড়ির বাসিন্দাদের। কিন্তু সোমবার সাতসকালে যে দৃশ্য দেখা গেল, তা অনেকে কল্পনাও করতে পারেননি। শিলিগুড়ির সমরনগর এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘ। জানা গিয়েছে, চিতাবাঘটি এসেছিল মহানন্দা জঙ্গল থেকে।

লোকালয়ে ঢুকেই জয়ন্ত ভট্টাচার্য নামে সমরনগর এলাকার এক বাসিন্দার উপর হামলা চালায় চিতাবাঘটি। এর পর সেটি রাজেশ্বর প্রসাদ নামে আর এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে প্রাণিটি। পশুটির আক্রমণের জখম হন রাজেশ্বরের মেয়ে জ্যোতিও। এর পর চিতাবাঘটি একটা বাড়িতে ঢুকে সিঁড়িতে আশ্রয় নেয়।

ওই বাড়িটির বাসিন্দারা গেট আটকে চিতাটিকে বাড়িতেই বন্দি করে রাখেন। তাঁরা খবর দেন প্রধাননগর থানার পুলিশকে। ততক্ষণে কোভিড বিধি উড়িয়েই চিতাবাঘ দেখতে ভিড় জমান বহু মানুষ। ঘটনাস্থলে আসেন সুকনা বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। তাঁরা ঘণ্টা তিনেকের চেষ্টায় ৩টি ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করেন চিতাবাঘটিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siliguri Leopard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE