Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কৃষ্ণেন্দুকে হুমকির অভিযোগ, ধৃত

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ফোনে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে কৃষ্ণেন্দুবাবু ফোন নম্বর-সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০২:২৭
Share: Save:

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ফোনে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে কৃষ্ণেন্দুবাবু ফোন নম্বর-সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায়। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে ইংরেজবাজার শহরের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে সুভাষ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিধানসভা ভোটের মুখে কৃষ্ণেন্দুবাবুকে হুমকি দেওয়ার ঘটনায় শহর জুড়েই জোর চর্চা শুরু হয়েছে। কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘‘আমাকে ফোন করে বলা হয় গুলি করে খুন করা হবে। এমনকি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়। ঘটনার পরিপেক্ষিতে ফোন নম্বর-সহ আমি থানাতে লিখিত অভিযোগ করেছি। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।’’ মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে
দেখা হচ্ছে।’’

বিগত দিনে একাধিকবার কৃষ্ণেন্দুবাবুকে ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। মাস চারেক আগে মন্ত্রীকে ফোনে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন ইংরেজবাজার শহরের মাধবনগরের এক ব্যক্তি। যদিও ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। ভোটের মুখে ইংরেজবাজারের প্রার্থী কৃষ্ণেন্দুবাবুকে ফের ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সন্ধেবেলা কৃষ্ণেন্দুবাবুকে একটি অচেনা নম্বর থেকে ফোন করা হয়। ফোন ধরতেই গুলি করে খুন করা হবে বলে হুমকি দিয়ে অশ্রাব্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। কৃষ্ণেন্দুবাবু পরিচয় জানতে চাইলে ফের দেখে নেওয়ার হুমকি দেওয়া পর ফোন কেটে দেওয়া হয়।

রাতেই ইংরেজবাজার থানায় নম্বর দিয়ে কৃষ্ণেন্দুবাবু লিখিত অভিযোগ করেন। ফোনের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এ দিন সকাল দশটা নাগাদ ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া থেকে সুভাষ চৌধুরীকে আটক করে পুলিশ। ওই এলাকাতেই তাঁর বাড়ি। তিনি পেশায় কুলির কাজ করেন। পুলিশের দাবি, জেরায় ধৃত কৃষ্ণেন্দুবাবুকে ফোন করার কথা স্বীকার করে নিয়েছেন। তবে খুনের হুমকির কথা অস্বীকার করেছেন। তিনি পুলিশের দাবি করেছেন, গত ২৭ ডিসেম্বর কুলিপাড়ার দুই কিশোরকে গুলি করে খুন করেন ইংরেজবাজারের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায়। পবিত্র কৃষ্ণেন্দুবাবুর ঘনিষ্ঠ ছিলেন। পবিত্র গ্রেফতার হলেও মৃত দুই কিশোরের পরিবার কোন সাহায্য পায়নি। তাঁদের কেন আর্থিক সাহায্য করা হচ্ছে না তা জানতে কৃষ্ণেন্দুবাবুকে ফোন করেছিলেন বলে তিনি দাবি করেছেন। ধৃতের স্ত্রী রীতা চৌধুরী বলেন, ‘‘আমরা দিনমজুরি করে সংসার চালাই। আমার স্বামী মন্ত্রীকে হুমকি দিতে পারেন না। পুলিশ কেন গ্রেফতার করেছে তা বুঝতে পারছি না।’’

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ, সোমবার তাকে মালদহ জেলা আদালতে হাজির করানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

krishnendu narayan chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE