Advertisement
৩০ এপ্রিল ২০২৪

আধার দুশ্চিন্তায় হৃদ্‌রোগে আক্রান্ত প্রৌঢ়

অসমে এনআরসি-র তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে নথি খুঁজছিলেন। কিন্তু খুঁজে পাননি মালদহের চাঁচলের জিয়াগাছি এলাকার পঞ্চান্ন বছরের আব্দুর রহমান।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০৬
Share: Save:

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নামে ফারাক ছিল। পরিবার সূত্রে বলা হয়েছে, অসমে এনআরসি-র তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে নথি খুঁজছিলেন। কিন্তু খুঁজে পাননি। সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার পরও পাড়া-পড়শিদের আলোচনায় যোগ দিতেন। শুক্রবার সন্ধ্যায় তেমনই আলোচনা চলছিল কাছেই চায়ের দোকানে। সেখানে অসুস্থ হয়ে পড়েন মালদহের চাঁচলের জিয়াগাছি এলাকার পঞ্চান্ন বছরের আব্দুর রহমান। তাঁকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, ও পরে মালদহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য মহম্মদ ইজাজ দাবি করেছেন, ‘‘আব্দুর রহমান নথি ঠিক করার জন্য আমার কাছেও একাধিকবার এসেছেন। কিন্তু আধার কার্ডের সংশোধনী এলাকায় না হওয়ায়, তা করতে পারেননি। তা নিয়েই তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন। নতুন নাগরিকত্ব আইন চালু হয়েছে জেনে তিনি আর নিজেকে সামলাতে পারেননি। তার থেকেই সম্ভবত অসুস্থ হয়ে পড়েন।’’ তৃণমূলের জয়হিন্দ বাহিনীর চাঁচল-২ ব্লকের সাধারণ সম্পাদক ইমরুল কয়েশেরও দাবি, ‘‘নতুন নাগরিকত্ব আইন চালু হওয়ার কথা জেনেই বিচলিত হয়েই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।’’

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর আব্দুর রহমানের ভোটার কার্ডে নাম ‘এবি রহমান’। কিন্তু আধার কার্ডে রয়েছে আব্দুর রহমান। দুই নথিতে যাতে একই নাম থাকে, সে জন্য কয়েক মাস ধরেই চেষ্টা করছিলেন। স্ত্রী মার্জিনা বিবি বলেন, ‘‘নতুন আইন হলে সমস্যায় পড়তে হবে বলে তিনি দুশ্চিন্তা করতেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chanchal Malda Heart Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE