Advertisement
২৭ এপ্রিল ২০২৪
TMC

TMC and BJP: ভোটের পর রাজুর ক্লাস নেব, বিজেপি সাংসদের মন্তব্য শুনে কটাক্ষ গৌতম দেবের

রাজুর দাবি স্বাভাবিক ভাবেই শোরগোল ফেলে দেয়। যদিও তাতে আমল দিচ্ছে না তৃণমূল। তারই প্রতিধ্বনি গৌতম দেবের কথায়।

রাজু বিস্তকে কটাক্ষ গৌতম দেবের।

রাজু বিস্তকে কটাক্ষ গৌতম দেবের। — ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২০:২৯
Share: Save:

শিলিগুড়ির পুরভোট ঘিরে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। ওই পুরসভা বিজেপি-র হাতে তুলে দিতে তলায় তলায় তাদের হয়েই কাজ করছে তৃণমূলের ১৫ জন। এমনটাই দাবি করেছিলেন পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেই কথা শুনে বিজেপি সাংসদের উদ্দেশে তৃণমূল নেতা গৌতম দেবের কটাক্ষ, ‘‘ভোটের পর এক দিন ক্লাস নেব তোমার।’’
মঙ্গলবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দার্জিলিং জেলা বিজেপি। সেখানে রাজু দাবি করেন, ‘‘আমাদের অন্তর্বর্তী রিপোর্ট অনুযায়ী, ৪৭টি আসনের মধ্যে আমরা ৩৬টিতে এগিয়ে আছি। শুধু তাই নয়, ৪৭টার মধ্যে তৃণমূলের ১৫ জন আমাদের সঙ্গে সম্পর্ক রাখছেন। যাঁরা তৃণমূলকে হারাবেন। এর বেশি কিছু বলা উচিত হবে না।’’

রাজুর এই দাবি স্বাভাবিক ভাবেই শোরগোল ফেলে দেয়। যদিও তাতে আমল দিচ্ছে না তৃণমূল। বরং কিছুটা কটাক্ষের সুরেই গৌতম বলেন, ‘‘রাজু রাজনীতিতে নতুন। ওর আরএসএস-এর দফতরে গিয়ে প্রশিক্ষণ নেওয়া উচিত। যুদ্ধক্ষেত্রে কি পাকিস্তানের জেনারেলকে বলে দেব, তোমার ওই লোকটা আমাকে সমর্থন করছে? এটাও তো একটা যুদ্ধ। ও তা হলে তৃণমূলের শুভাকাঙ্ক্ষী। না হলে এ সব প্রকাশ্যে বলার অর্থ কী? ও কি আমাদের সমর্থন করতে চায়? যুদ্ধক্ষেত্রে কেউ এমন লুজ বল দেয় না। ওকে বলতে চাই, নির্বাচনের পর এস এক দিন ক্লাস নেব তোমার।’’

বর্তমানে গৌতম শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান। তাঁর ব্যাখ্যা, ‘‘এগুলো বলে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।’’ পাশাপাশি তাঁর খোঁচা, ‘‘ওদের (বিজেপি-র) বিধায়ক ৭৭ থেকে নেমে এখন মনে হয় ৬৭ হয়ে গিয়েছে। এ বার ৭ হয়ে যাবে। রাজু আগে ওটা সামলাক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Goutam Deb Raju Bista
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE