শুল্ক আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজি করা এবং ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে এক দিনের জন্য কর্মবিরতির ডাক দিলেন মালদহের মহদিপুর সীমান্তের ব্যবসায়ীরা। কর্মবিরতিতেও পরিস্থিতি না বদলালে বাংলাদেশে রফতানি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। যদিও, ব্যবসায়ীদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই শুল্ক আধিকারিক।
মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতি দিন প্রায় চারশো লরি যায় বাংলাদেশে। ‘সুবিধা অ্যাপ’-এর মাধ্যমে স্লট বুক করে চলে বাণিজ্য। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, অ্যাপের মাধ্যমে স্লট বুক করার পরেও শুল্ক আধিকারিক ট্রাক প্রতি ৫০০ টাকা করে দাবি করেন। তাঁদের দাবি, টাকা দিলে তবে অনুমতি দেওয়া হয় বাংলাদেশে পণ্যবাহী ট্রাক নিয়ে যাওয়ার। অভিযোগ, টাকা না দিলেই দুর্ব্যবহার করা হয় ব্যবসায়ীদের সঙ্গে। মঙ্গলবার এর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় মহদিপুরের রফতানিকারকদের সংগঠন। ওই সংগঠনের সম্পাদক হৃদয় ঘোষের অভিযোগ, ‘‘টাকা না দিলে বিএসএফ জওয়ানদের দেখিয়ে হুমকি দেওয়া হয় আমাদের। নথিতে সই করেন না শুল্ক আধিকারিক।’’
আরও পড়ুন:
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহদিপুরের শুল্ক দফতরের সুপার মৃদুল নস্কর। ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া।