ছাত্রীকে অপহরণের চেষ্টা, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
এক কলেজ ছাত্রীকে অপহরণ করে গাড়িতে তোলার সময় তাঁর সহপাঠী ও বাসিন্দাদের চেষ্টায় ধরা পড়ল অভিযুক্তদুই যুবক। মারধর করে তাদের পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। বুধবার সন্ধ্যায় বালুরঘাট থানার পতিরাম কলেজের সামনে এই ঘটনা ঘটে। বালুরঘাট থানার আইসি বিপুল বন্দ্যোপাধ্যায় জানান, ধৃত দুই যুবক বিশ্বজিত্ হালদার ও করুণা হালদার বালুরঘাটের খিদিরপুর হালদার পাড়ার বাসিন্দা। কলেজ কর্তৃপক্ষ এবং ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কলেজ সূত্রের খবর, এদিন ওই কলেজে একটি অনুষ্ঠান ছিল। হিলির বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী অনুষ্ঠান শেষ হওয়ার পরে কলেজ থেকে বার হন। তাঁর সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন। বালুরঘাট-কুমারগঞ্জ রাজ্য সড়কে একটি ছোট গাড়ি নিয়ে এসে ধৃত দুই যুবক ওই ছাত্রীকে ডাকে বলে অভিযোগ। তিনি কাছে যেতেই ছাত্রীর হাত ধরে তারা জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ছাত্রীর চিত্কারে অন্য কলেজ পড়ুয়া ও বাসিন্দারা ছুটে গিয়ে ওই দুজনকে ধরে ফেলেন।
লিজ জমির খতিয়ান দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
বছর পাঁচেক আগে প্রশাসনিক স্তরে জমির ‘রেকর্ড অফ রাইট’ আলিপুরদুয়ারের লিজ জমি মালিকদের দেওয়ার নির্দেশ থাকলেও তা বিলি হয়নি বলে অভিযোগ করলেন বিধায়ক দেবপ্রসাদ রায়। দীর্ঘ দিন ধরে আটকে থাকা শহরের লিজ জমির খতিয়ান আদায়ে প্রশাসনিক উদ্যোগের দাবি জানিয়েছেন তিনি। ২০০৬ সালে আলিপুরদুয়ারের প্রায় ২৩০০ বাসিন্দাকে ৯৯ বছরের লিজে জমি দেয় রাজ্য সরকার। তবে জমিতে বসবাসের অধিকার পেলেও তা হস্তান্তরের অধিকার পাননি তাঁরা। তাছাড়া জমির খতিয়ান না থাকায় ব্যাঙ্ক ঋণ নিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যের ভূমি ও ভুমি রাজস্ব দফতরের ভূমিলেখ্য ও পরিমাপ অধিকর্তা শেখর দত্ত বলেন, “এটা পুরো রাজ্যের সমস্যা। লিজ জমির ক্ষেত্রে কী ভাবে খতিয়ান দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।”
নয়া নির্দেশে ‘রক্ষা’
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
নতুন সরকারি নির্দেশের জেরে একটি পঞ্চায়েত সমিতি এবং একটি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতাচ্যুত হওয়া থেকে বাঁচল তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের ঘটনা। জেলা প্রশাসন থেকে সোমবার ব্লক প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে, আপাতত পঞ্চায়েতে ক্ষমতাসীন কোনও বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে না। বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক সৌরভ সেনগুপ্ত বলেন, “সরকারি একটি গেজেট নোটিফিকেশনে বলা রয়েছে পঞ্চায়েতে ক্ষমতাসীন কোনও বোর্ডের বিরুদ্ধে আপাতত অনাস্থা আনা যাবে না। নির্দেশের কপি আমরা ব্লক প্রশাসনকে পাঠিয়েছি।”
সিম-কাণ্ডে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
সেন্ট্রাল জেলের বিচারাধীন বন্দির কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের সিম কার্ড-এর তদন্তে নেমে শিলিগুড়ির মাটিগাড়ার এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ দিন তাকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতের নাম অনন্ত বর্মন। তার নামে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয়েছে।
আলু বীজ নিয়ে ক্ষোভ। অবরোধ ধূপগুড়িতে
কোচবিহারের রাসমেলায় জমজমাট বিকিকিনি।
বুধবার হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি।