বক্সার জঙ্গলে আবারও বাঘের ছবি ক্যামেরা-বন্দি হল। গত বৃহস্পতিবার ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিটি ধরা পড়ে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বন দফতর সূত্রের খবর, এই নিয়ে গত প্রায় এক মাসে অন্তত ১২ বার বক্সায় বাঘের ছবি ক্যামেরাবন্দি হল। এ ছাড়া এই সময়ে আরও অনেক বার উত্তরের এই জঙ্গলে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলেও বন কর্তারা জানিয়েছেন।
বক্সা ব্যাঘ্র প্রকল্পে গত কয়েক বছর ধরেই বাঘের বসবাসের পরিবেশ গড়ে তোলার কাজ চলছে। যার জেরে প্রায় ২৩ বছর পরে ২০২১ সালের ডিসেম্বর মাসে উত্তরের এই জঙ্গলে ফের এক বার বাঘের দেখা মেলে। বন দফতর সূত্রের খবর, এর পরে করোনা পরিস্থিতি কাটতেই বক্সায় বাঘের বসবাসের পরিবেশ আরও বেশি করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়। আর তারই ফল এই মুহূর্তে মিলছে বলে জানাচ্ছেন বন কর্তারা।
২০২১ সালের দু’বছর পরে গত ডিসেম্বর মাসের শেষের দিকে বক্সায় ক্যামেরা-বন্দি হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দু’টো ছবি প্রকাশ করেছিল বন দফতর। তবে বন দফতর সূত্রের খবর, তার পর থেকে এখনও পর্যন্ত এই ব্যাঘ্র প্রকল্পে অন্তত ১২ বার বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। যদিও বাকি ছবিগুলো অবশ্য বন দফতরের তরফে প্রকাশ করা হয়নি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, ‘‘বক্সায় পর-পর বাঘের ছবি ক্যামেরাবন্দি হচ্ছে। বৃহস্পতিবারও এক বার ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে।’’
বন দফতরের কর্তারা জানিয়েছেন, ক্যামেরা-বন্দি হওয়া ছবিগুলো একই বাঘের, না আলাদা বাঘের, তা পরীক্ষার জন্য এনটিসিএ-তে পাঠানো হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)