Advertisement
০৪ মে ২০২৪
Udayan Guha

বিজেপির হয়ে কাজ করলে হাত দুমড়ে-মুচড়ে ভেঙে দিতে হবে, মন্তব্য মন্ত্রী উদয়নের

অভিষেকের ভাষণ শুরু হওয়ার আগে এক এক করে সকলেই বক্তৃতা করেন। সেই সময় উদয়ন বলেন, ‘‘বিজেপির হয়ে যারা কাজ করবে, তাদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে।’’

Udayan Guha

উদয়ন গুহ। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ময়নাগুড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৪ ২৩:৫০
Share: Save:

বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির টাউন ক্লাব মাঠে নির্বাচনী প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই উপস্থিত হন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার তৃণমূলের প্রতিনিধিরা। উপস্থিত হন জলপাইগুড়ি জেলা তৃণমূলের পদাধিকারী, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ অনগ্রসর শ্রেণি কল্যান দফতরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। অভিষেকের ভাষণ শুরু হওয়ার আগে এক এক করে সকলেই বক্তৃতা করেন। সেই সময় উদয়ন বলেন, ‘‘বিজেপির হয়ে যারা কাজ করবে, তাদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে।’’

মন্ত্রী আরও বলেন ‘‘ওরা যখন ভোট চাইতে আসবে, তখন ওদের জিজ্ঞেস করবেন, ওরা কী করেছে আপনাদের জন্য। মুখ্যমন্ত্রী প্রতি মুহুর্তে আপনাদের জন্য ভাবছেন। কাজ করে যাচ্ছেন। মা বোনেদের হাত শক্তিশালী করার জন্য একাধিক প্রকল্প করছেন মুখ্যমন্ত্রী। চোরা পথে পেছনের দরজা দিয়ে নরেন্দ্র মোদী টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷ ওরা যাতে টাকা আটকে না রাখতে পারে, তার জন্য ওদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে। এই নির্বচনে যারা বিজেপির হয়ে কাজ করবে, তাদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে। বিচ্ছিন্নতবাদী শক্তি ওরা। এই বাংলার বুকে ওদের স্থান নেই। এই বাংলার বুকে একটাই নাম মমতা বন্দোপাধ্যায়।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

উদয়নের এমন মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন , ‘‘এরা পাগল হয়ে গিয়েছে। উন্মাদ হয়ে গিয়েছে। যাদের পায়ের নীচে জমি থাকে না, তারা এমন অনেক কিছুই বলে। এগুলো আমরা গায়ে মাখি না। সারা বছর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করি। যারা মানুষের সঙ্গে থাকে না, এগুলো তাদের আস্ফালন। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তারা। গ্রাম বাংলার তৃণমূলের লোকেরা গেলেই তাদের সঠিক দাওয়াই দিয়ে দেবেন। আমাদের কিছু বলার দরকার নেই।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Udayan Guha TMC Lok Sabha Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE