গৌড়বঙ্গে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তা নিয়ে উদ্বেগে তিন জেলাই।
দক্ষিণ দিনাজপুর
করোনায় আক্রান্ত হলেন হরিরামপুরের সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম। পাশাপাশি বৃহস্পতিবার নতুন করে দক্ষিণ দিনাজপুরে করোনা সংক্রমিত হলেন ৩৩ জন। তাঁদের মধ্যে বালুরঘাট শহরেই চার আদালতকর্মীর পাশাপাশি সংক্রমিতের সংখ্যা ১৭। বালুরঘাটের গ্রামীণ এলাকায় ৮, কুশমণ্ডিতে ৪ জন স্বাস্থ্যকর্মী এবং হরিরামপুরে ৪ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত সিপিএম বিধায়ককে বালুরঘাটের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। অন্যদের সেফ হোমে নিয়ে যাওয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৯, ২০ ও ২১ জুলাই আক্রান্তদের লালারসের নমুনা পরীক্ষার জন্য মালদহের ল্যাবে পাঠানো হয়েছিল। তিন দিন আগে নমুনা সংগ্রহ কম হলেও বুধবার থেকে ফের ধারাবাহিক লালারসের নমুনা সংগ্রহ শুরু হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান।
মালদহ
২৪ ঘন্টায় মালদহ জেলায় ৫৪ জনের লালারসের রিপোর্ট পজ়িটিভ এল। আক্রান্তদের মধ্যে গাজল গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক ও নার্সও রয়েছেন। ওই হাসপাতালে কর্মরত, ছুটিতে থাকা আরও এক চিকিৎসকও সংক্রমিত হয়েছেন। এক জন কর্তব্যরত চিকিৎসক সংক্রমিত হওয়ায় অন্য চিকিৎসকদের গৃহ-নিভৃতবাসে পাঠানো হবে কিনা সে প্রশ্ন উঠেছে। গাজল গ্রামীণ হাসপাতালে চার জন চিকিৎসক রয়েছেন। সকলে গৃহ-নিভৃতবাসে চলে গেলে পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, "ওই হাসপাতালে পরিষেবা চালু রাখার চেষ্টা হচ্ছে।" স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নতুন যে ৫৪ জন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ২৬ জন ইংরেজবাজার শহরের বাসিন্দা। তা ছাড়া গাজল ব্লকের ১৫ জন, পুরাতন মালদহ শহরের ৪, কালিয়াচক ১ ব্লকের তিন এবং এক জন করে আক্রান্ত হয়েছেন কালিয়াচক ৩, রতুয়া ১, চাঁচল ১, ইংরেজবাজার এবং বামনগোলা ব্লকে।
উত্তর দিনাজপুর
করোনা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হল জেলায়। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি এলাকার কোভিড হাসপাতালে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সত্তর বছরের ওই বৃদ্ধার বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। ১৯ জুলাই থেকে তিনি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন।
গত ২৪ ঘণ্টায় উত্তর দিনাজপুরে আরও ৫০ জন বাসিন্দার শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “করোনায় আক্রান্ত মৃত ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে ফুসফুস ও হার্টের রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পরে তাঁর সেই সমস্যা আরও বেড়ে যায়। তার জেরেই ওই বৃ্দ্ধার
মৃত্যু হয়েছে।”
করোনা সংক্রমণ বেড়ে চলেছে ইসলামপুরেও। বৃহস্পতিবার ইসলামপুর পোস্টঅফিসের এক আধিকারিকের মৃত্যু হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, চোপড়ার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় শিলিগুড়ির কোভিড হাসপাতালে।