পুরনো বন্ধকে মনে করিয়ে দিল এ দিনের লকডাউন। টুকটাক দোকান তা-ও খোলা ছিল। পরের বার সে সবও বন্ধ থাকবে, জানাল শহরবাসী। একনজরে বৃহস্পতিবারে শিলিগুড়ি
সকাল ৮টা, ঝংকার মোড়
চা খেতে বেরিয়েছিলেন উমেশ যাদব। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ওই মোড় এবং জলপাই মোড় থেকে গ্রেফতার হন মোট ২৫ জন।
বেলা ১০টা, হাতিয়াডাঙা
এলাকা সুনসান। কিন্তু গলির ভিতর খোলা ছিল একটি মুদির দোকান। ওই দোকান বন্ধ করে দেওয়া হয়।
বেলা সাড়ে ১০টা, চার্চ রোড ও বর্ধমান রোডের মুখ
বিনা হেলমেটে একটি বাইকে তিন আরোহী। তাড়া করে ট্র্যাফিক পুলিশ। মহানন্দা নদীর পাশের রাস্তা দিয়ে পালায় তারা।
বেলা ১১টা,ফুলেশ্বরী মোড়
অন্য দিন পুলিশকে এসে সব দোকানপাট বন্ধ করাতে হয়। এ দিন বাজারে খোলা শুধু ওষুধের দোকান। জোর করতে হয়নি।
বেলা সাড়ে ১১টা, জলপাই মোড়
বাজার খোলা ভেবে মাংস কিনতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে ধরে গ্রেফতার করে পুলিশ।
বেলা ১২টা,পানিট্যাঙ্কি মোড়
অন্যান্য দিন ভিড় থাকে। এ দিন লোক প্রায় চোখেই পড়ে না। নাকায় কয়েকজন পুলিশ।
বেলা ১২টা ২৫, হরেন মুখোপাধ্যায় রোড
ভুটিয়া মার্কেটের কাছে মুদি দোকান খোলা। বন্ধ করিয়ে দিল পানিট্যাঙ্কি ফাঁড়ির টহলদারি ভ্যান।
বেলা ১টা,টিকিয়াপাড়া মোড়
সাইকেল নিয়ে একজন বেরিয়ে আসেন ফুলেশ্বরী লাগোয়া বস্তি থেকে। প্রচন্ড ধমক দেয় পুলিশ।
বেলা ১টা ২৫, দার্জিলিং মোড়
অল্প সংখ্যায় গাড়ি নিয়ে অথবা রিকশায় বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করে নথি যাচাই করা হয়। এলাকায় সব দোকানপাট বন্ধ ছিল।