রাসযাত্রার প্রথম দিনেই উপচে পড়ল ভিড়। অভিযোগ, সামাজিক দূরত্ববিধি কার্যত কেউ মানলেন না। রাসচক্র ঘোরানোর জন্য চলল হুড়োহুড়ি। রবিবার এমনই পরিস্থিতি দেখে উদ্বেগ বাড়ল স্বাস্থ্য দফতরের।
রাসযাত্রায় এমন পরিস্থিতির জেরে করোনা রুখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানালেন স্বাস্থ্যকর্তারা। একই ভাবে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচার করা হয়।
স্থানীয় সূত্রে খবর, এ বার কোচবিহারে রাসযাত্রায় কোনও মেলা বসেনি। কয়েকটি দোকান বসেছে। একটি ছোট আকারে হস্তশিল্প মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তা অবশ্য এখনও জমে উঠেনি। মদনমোহন মন্দিরে নিয়ম মেনেই রাসযাত্রা শুরু হয়েছে। সেখানে ছোট আয়োজনে ভাগবতপাঠও করা হবে। কোচবিহার জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “ভিড় যাতে না হয় সে জন্য নানা পদক্ষেপ করা হয়েছে।”