Advertisement
E-Paper

ভোটের টুকিটাকি

মুছে দেওয়ার পর ফের দেওয়ালে প্রতীক আঁকলেন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বাম-কংগ্রেস কর্মীরা। রবিবার সকাল থেকেই ইংরেজবাজার কেন্দ্রের জোটের নির্দল প্রার্থী নীহাররঞ্জন ঘোষের সমর্থনে দেওয়ালে প্রতীক আঁকতে ব্যস্ত হয়ে পড়লেন অনুগামীরা।

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৩:১৯

দেওয়াল লিখন

মুছে দেওয়ার পর ফের দেওয়ালে প্রতীক আঁকলেন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বাম-কংগ্রেস কর্মীরা। রবিবার সকাল থেকেই ইংরেজবাজার কেন্দ্রের জোটের নির্দল প্রার্থী নীহাররঞ্জন ঘোষের সমর্থনে দেওয়ালে প্রতীক আঁকতে ব্যস্ত হয়ে পড়লেন অনুগামীরা। নির্দল প্রার্থী হওয়ায় প্রথমে প্রতীক পান নি তিনি। ফলে দেওয়ালে নাম দিয়েই লিখন করা হয়েছিল। গত শুক্রবার ‘টর্চ’ প্রতীক হিসেবে পান নীহারবাবু। তারপরেই শুরু হয়ে যায় দেওয়ালে প্রতীক দেওয়ার কাজ। ওই দিনই রাতে প্রশাসনের তরফ থেকে জানানো হয় নীহারবাবু টর্চ প্রতীক পাচ্ছেন না। ফলে শনিবার প্রতীক মুছে দেন অনুগামীরা। পরে রাতে জানানো হয় আগের প্রতীকই বহাল থাকছে। তাই ফের মুছে ফেলা দেওয়ালে প্রতীক আঁকতে ব্যস্ত হয়ে পড়লেন তাঁর অনুগামীরা। নীহারবাবু বলেন, প্রশাসনের গাফিলতিতে এমন সমস্যায় পড়তে হয়েছে।

প্রচারে মোদী

আগামী ৭ এপ্রিল মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বীরপাড়াতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত রায় জানান নরেন্দ্র মোদী দুপুরে বীরপাড়া সার্কাস ময়দানে সভা করবেন।

হাতে চ্যানেল

হাতে লাগানো ইঞ্জেকশনের চ্যানেল নিয়েই ভোট প্রচার সামলাচ্ছেন বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সম্প্রতি গৌতমবাবুর বাইপাস সার্জারি হয়েছে। এখনও নানা ওষুধ নিয়মিত নিতে হচ্ছে গৌতমবাবুকে। গত শনিবার থেকে তার সঙ্গে একটি বাড়তি ইঞ্জেকশন যুক্ত হয়েছে। তার জন্যই বাঁ হাতে চ্যানেল বসাতে হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বাইপাসের মতো জটিল অস্ত্রোপচারের পর নানারকমের সংক্রমণের আশঙ্কা থাকে। তাই এ সময়ে নানা ওষুধ এবং ইঞ্জেকশন নেওয়া জরুরি। গৌতমবাবুর পায়ে সংক্রমণ হয়েছে বলেও জানা গিয়েছে। দলের কর্মী-সমর্থকরা গৌতমবাবুকে পদযাত্রা বা বেশি সভা না করার পরামর্শ দিলেও, গৌতমবাবু দিনভরই ব্যস্ত থাকছেন প্রচারে। তিনি এ দিন বলেন, ‘‘তেমন কোনও সমস্যা নেই।’’ চিকিৎসকের সব পরামর্শ মেনেই প্রচার চলছে বলে জানিয়েছেন তিনি।

গুরুঙ্গের সভা

কালিম্পং বিধানসভা এবং নাগরাকাটা বিধানসভার সীমানায় সামসিংয়ে একটি জনসভা করলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গ। রবিবার দুপুরে এই জনসভায় বিমল গুরুঙ্গ নাগরাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী জন বারলাকে পাশে নিয়ে তৃণমূলকে একটিও ভোট নয় বলে সাফ জানান। এ দিন তিনি বলেন ‘‘তৃণমূলের আমলে রাজ্যের পুলিশ তৃণমূলের পুলিশে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা থেকে চা বাগানের পরিস্থিতি সবেতেই ঢাহা ফেল করেছে এই সরকার।’’ বিমল আরও বলেন এখনও ডুয়ার্স-পাহাড় মিলিয়ে ১১টি জনজাতি সংরক্ষণের বাইরে রয়েছে। এদের তফশিলি উপজাতি ভুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার ব্যর্থ হলেও কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

আহত শিশু

প্রচারের জন্য ব্যবহৃত হুড খোলা গাড়ির ধাক্কায় আহত হয়েছে এক শিশু। রবিবার বিকেলে ইসলামপুরের কামারপট্টি মোড়ের ঘটনা। জানা গিয়েছে, এ দিন বিকেলে কামারপট্টি মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল অগ্রবালের বাড়ির দিকে যাচ্ছিল একটি হুড খোলা গাড়ি। গাড়িতে অবশ্য প্রার্থী ছিলেন না। আহত শিশুকে প্রথমে ইসলামপুর ও পরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রচারে মোদী

আগামী ৭ এপ্রিল মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বীরপাড়াতে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত রায় জানান নরেন্দ্র মোদী দুপুরে বীরপাড়া সার্কাস ময়দানে সভা করবেন।

election news in brief
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy