চোর সন্দেহে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শুক্রবার পুরনো মালদহে এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হয়েছে জেলা পুলিশ। খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে তারা। মারধরে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার পুরনো মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রল পাম্পের সামনে সরিফ শেখ নামে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। মোটরবাইক চোর সন্দেহে তাঁর উপর চড়াও হয়ে চলে মারধর। ওই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশ-লাঠি নিয়ে বেদম পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ ওই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পাশাপাশি, এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম নিতাই রবি দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।