Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অচৈতন্য অবস্থায় উদ্ধার নিখোঁজ গাড়িচালক

গাড়ি করে পর্যটকদের সুনতালেখোলা বেড়াতে নিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ময়নাগুড়ির বাসিন্দা এক যুবক। খোঁজ মিলছিল না তাঁর। এক দিন পর শুক্রবার কুমারগ্রাম থানা এলাকার শ্রীরামপুর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

বাপ্পা দত্ত। — নিজস্ব চিত্র

বাপ্পা দত্ত। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০২:২৩
Share: Save:

গাড়ি করে পর্যটকদের সুনতালেখোলা বেড়াতে নিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ময়নাগুড়ির বাসিন্দা এক যুবক। খোঁজ মিলছিল না তাঁর। এক দিন পর শুক্রবার কুমারগ্রাম থানা এলাকার শ্রীরামপুর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

ময়নাগুড়ি থানার মহাকালপাড়া এলাকার বাসিন্দা বাপ্পা দত্ত নামের ওই যুবক নিজস্ব সাদা রঙের একটি ছোট গাড়ি চালিয়ে সংসার চালান। জানা গিয়েছে, বৃহস্পতিবার অপরিচিত কয়েক জন ব্যক্তি তাঁর গাড়ি ভাড়া করেছিল সুনতালেখোলা যাওয়ার জন্য। এরপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। বিকালে ফিরে আসার কথা থাকলেও বাপ্পা বাড়ি না ফেরায় তাঁর দাদা বাপী দত্ত শুক্রবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ময়নাগুড়ি থানায় যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নিমা নরবু ভুটিয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩ জন সওয়ার হয়েছিলেন তাঁর গাড়িতে। চালসার কাছে একটি রিসর্ট থেকে দুপুরের খাবার প্যাকেট করিয়ে নেন তাঁরা। সুনতালেখোলায় জঙ্গলের ধারে বসে সকলে মিলে সেই খাবার খান। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে থালা, খাবারের প্যাকেটও উদ্ধার করে পুলিশ। ময়নাগুড়ি থানার পক্ষ থেকে মালবাজার , মেটেলি , নাগরাকাটা , জলঢাকা থানাগুলোকে চালক সহ গাড়ি নিখোঁজের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। সন্ধ্যার পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় তবে তাঁর গাড়িটির হদিস মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Driver rescued
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE