২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মৃত শাবককে নিয়ে ঠায় দাঁড়িয়ে মা হাতি। চোখে জল নিয়ে। এই করুণ এবং মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানে। শনিবার দুপুরে।শুক্রবার সকালে ডুয়ার্সের চা বাগানে মৃত শাবককে শুঁড়ে পেঁচিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে দেখা গিয়েছিল মা হাতিকে। তার পর সন্ধ্যা পর্যন্ত তাকে নিয়েই থাকে মা হাতি এবং তার জন্য দাঁড়িয়ে থাকে প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ হাতির একটি দল। রাত পোহালে ফের সেই দৃশ্য! মৃত শাবককে শুঁড়ে নিয়ে হাতিকে চলাফেরা করতে দেখেন চা শ্রমিকেরা।