Advertisement
১৯ মে ২০২৪

বাস আসতে দেরি, নেপাল দল আটকে

ফেরার জন্য সময়ে বাস না পাঠানোয় হোটেলে তিন ঘণ্টা আটকে থাকতে হল নেপালের ফুটবল দলকে। বুধবার সকাল ১১টার ঘটনা। গোটা ঘটনায় নেপালের দল অভিযোগের আঙুল তুলেছে ফেডারেশনের কর্মকর্তাদের দিকে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০১:৫২
Share: Save:

ফেরার জন্য সময়ে বাস না পাঠানোয় হোটেলে তিন ঘণ্টা আটকে থাকতে হল নেপালের ফুটবল দলকে। বুধবার সকাল ১১টার ঘটনা। গোটা ঘটনায় নেপালের দল অভিযোগের আঙুল তুলেছে ফেডারেশনের কর্মকর্তাদের দিকে।

সাফের সেমি ফাইনালে হেরে যাওয়ায় বুধবার ফেরার কথা ছিল নেপালের দলের। এ দিন হিলকার্ট রোডের গুরুঙ্গবস্তির মোড়ের একটি হোটেল থেকে তাঁদের রওনা দেওয়ার কথা ছিল। সেখান থেকে কাঁকরভিটা হয়ে বিরাটনগরে গিয়ে তাঁদের কাঠমান্ডুর বিমান ধরার কথা। বাস আসতে দেরি হওয়ায় বিমান ধরা যাবে কি না তা নিয়ে আশঙ্কায় পড়ে নেপাল দলের সদস্যরা। শিলিগুড়ি থেকে বিরাটনগর যেতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। বিমান ধরার সময় ছিল পাঁচটা। নিয়মানুযায়ী বিমান ছাড়ার অন্তত এক ঘণ্টা আগে পৌঁছতে হয়।

অভিযোগ, নেপাল দলের ম্যানেজার আইএফএ কর্তাদের বারবার ফোন করে বাসের ব্যবস্থা করতে বলছিলেন। ফেডারেশনের তরফে বারবার এখনই বাস যাচ্ছে বলা হলেও তিন ঘণ্টা হোটেলের রিসেপশনে তাঁদের বসে থাকতে হয় বলে অভিযোগ করেছেন নেপাল দলের কর্তারা। এর পরে বাস না এলে ফুটবলারদের নিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়ে অবস্থান করা হবে বলে জানালে ফেডারেশন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে বলে নেপাল দলের দাবি। সওয়া দু’টো নাগাদ বাস এলে শেষ পর্যন্ত রওনা দেয় দলটি।

ফেডারেশনের তরফে প্রতিযোগিতার কো-অর্ডিনেটর সুদেষ্ণা মুখোপাধ্যায় জানান, নেপালের দলটি বিরাটনগর পর্যন্ত পৌঁছে দিতে বলে। নেপাল সীমান্ত কাঁকরভিটা থেকে অন্তত ঘণ্টা দুয়েকের রাস্তা। তাঁর দাবি, ‘‘মঙ্গলবার রাতে তাঁরা ই-মেলে জানালে অনুমতি নিয়ে সেই ব্যবস্থা করতে এ দিন সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত তাঁরা বিমান ধরতে পেরেছে বলেই জানি।’’

নেপাল দলের ম্যানেজার শিবানী থাপার ক্ষোভ, ‘‘এ ভাবে দুর্ভোগ পোহাতে হবে ভাবিনি।’’ এ ছাড়া দলের কোচ কুমার থাপা হোটেলে তাঁদের ছোট ঘর, অনুশীলনে ছোট বাস দেওয়ার অভিযোগও তোলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nepal Tam Bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE