প্রায় দেড় বন্ধ থাকার পর আগামী ২৮ জানুয়ারি কলকাতার সঙ্গে নতুন করে বিমান মানচিত্রে জোড়ার কথা ছিল সিকিমের। শুক্রবার বদল হয়েছে পরিকল্পনা। নতুন খবর, কলকাতার সঙ্গে বিমান চালুর পাঁচদিন আগে, ২৩ জানুয়ারি সিকিমের একমাত্র পাকিয়ং বিমানবন্দর ফের চালু হয়ে যাচ্ছে। কলকাতার আগে সিকিমের সঙ্গে জুড়ছে দিল্লি। ২৩ তারিখ থেকে দিল্লির নতুন রুটে বিমান পরিষেবা দিয়েই বিমানবন্দরটি চালু হচ্ছে। তার পরে ২৮ জানুয়ারি চালু হবে পাকিয়ং-কলকাতা বিমান।
কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় এই বিমান পরিষেবা চালু হচ্ছে। বমবার্ডিয়ার-৪০০ বিমান দিয়েই দিল্লি, কলকাতার সঙ্গে সিকিমকে জুড়েছে বেসরকারি বিমান সংস্থাটি। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার বক্তব্য, বহু সিকিমবাসী দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, দুবাই, কানাডার মতো দেশে থাকেন। দেশের দুই মহানগরীর সঙ্গে সঙ্গে বিমান মানচিত্র সিকিম জুড়ে গেলে এই প্রান্ত থেকে দেশ ও বিদেশে যাতায়াত সহজ হবে।
পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা রামতনু সাহা বলেন, ‘‘দিল্লি এবং কলকাতা দুটি শহরের সঙ্গে সরাসরি সিকিমের যোগাযোগের মধ্যে দিয়েই পাকিয়ং বিমানবন্দর চালু হচ্ছে। প্রযুক্তির সাহায্যে কম দৃশ্যমানতার সমস্যা কাটানো গিয়েছে।’’ দু’টি শহরের পর দেশের আরও শহরের সঙ্গে সিকিমের যোগাযোগ তৈরি হবে বলে অধিকর্তা আশা প্রকাশ করেছেন।