সম্পর্ক প্রায় এক বছরের। কিন্তু প্রেমিক বিয়ে করতে চাননি। বিয়ে করতে জোর করায় প্রেমিক নাকি বলেছিলেন, ‘শ্বশুরবাড়ি’ থেকে অনেক টাকা পেলে তবেই বিয়ে করবেন। প্রেমিকের কাছে এই কথা শুনে অপমানিত হন তরুণী। বাড়ি গিয়ে বিষপান করেন। হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি তাঁকে। মেয়ের আত্মহত্যার জন্য তাঁর প্রেমিককে দায়ী করেছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহের চাঁচল থানার ভীমপুর গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম লুসি খাতুন। অভিযোগ, প্রেমিকের কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। মৃতার পরিবারের দাবি, লুসির সঙ্গে অনেক দিনের সম্পর্ক ছিল স্থানীয় এক যুবকের। কিন্তু প্রেমিকাকে বিয়ে করত চাননি ওই যুবক। দিন পাঁচেক আগে প্রেমিকের সঙ্গে দেখা করেন লুসি। বিয়ের ব্যাপারে কথা বলেন। তখন প্রেমিক জানিয়ে দেন, তাঁকে বিয়ে করবেন না। এর পর বাড়ি ফিরে বিষপান করেন প্রেমিকা।
তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পরিবার। কিন্তু মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মেয়ের মৃত্যুতে তাঁর প্রেমিক এবং পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মা নাজিমা বিবি। তাঁর অভিযোগ, মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘বিয়ের জন্য চাপ দেওয়া হলে ছেলেটি রাজি হয়নি। বিয়ের জন্য অতিরিক্ত পণ দাবি করছিল ও। ওই দাবি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। মানসিক অবসাদে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয় লুসি। আমি ওদের শাস্তি চাই।’’
আরও পড়ুন:
চাঁচল থানার পুলিশ সূত্রে খবর, এক যুবক এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।