এক দিকে খেত থেকে সোনালি ফসল উঠতে শুরু করেছে। অন্য দিকে বাতাসে খেজুরের গুড়ের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে পিঠেপুলির দিন আসছে। তাতেই ব্যস্ততা বেড়েছে পাতলাখাওয়া পঞ্চায়েত এলাকার কাশিয়াবাড়ি গ্রামে। ভোর হতেই বাসিন্দারা সংগ্রহ করছেন খেজুর গাছের রস। বাড়ির গৃহিনী থেকে খুদেরাও হাত লাগাচ্ছে পিঠে-পুলি, পায়েস, রসগোল্লা, সন্দেশে মেশানোর জন্য খেজুরের গুড় তৈরিতে।
আলিপুরদুয়ার ও কোচবিহারের সীমানায় কাশিয়া বাড়ি গ্রামের চারিদিকে খেজুরের গাছ। কার্তিক মাস থেকে এলাকায় শুরু হয়েছে খেজুর গুড় তৈরির ব্যস্ততা। এলাকার বাসিন্দারা তো বটেই, অন্য জেলা থেকেও গুড় তৈরির কারিগর এসেছেন গ্রামে।
এলাকার বাসিন্দা গোপাল সরকার জানান, নিজের সামান্য জমি রয়েছে, তাতে ধান চাষ করে সারা বছর সংসার চলে না।