Advertisement
০৪ মে ২০২৪
Health worker

অবসরের পরও কাজ করতে নিয়মিত হাসপাতালে যান স্বাস্থ্যকর্মী কৃষ্ণ দাস

বয়সের কারণে চাকরিজীবন থেকে অবসর নিলেও কাজ থেকে অবসর নেননি কৃষ্ণ।

হাসপাতালের বাগানের পরিচর্যা করছেন কৃষ্ণ দাস।

হাসপাতালের বাগানের পরিচর্যা করছেন কৃষ্ণ দাস। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৭
Share: Save:

ভালবাসার টানে অবসরের পরও নিয়মিত কাজে যান ধূপগুড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী কৃষ্ণ দাস। করোনা অতিমারিতেও ঘরে বসে থাকেননি তিনি। নিয়মিত হাসপাতালে গিয়েছেন, কাজ করেছেন। এমনকি রোগী ও তাঁদের আত্মীয়দের কথা ভেবে হাসপাতালে তৈরি করেছেন ফুলের বাগান। স্বাস্থ্যকর্মী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হাসপাতালের সৌন্দর্যায়নের দিকেও নজর রয়েছে তাঁর। বয়সের কারণে চাকরিজীবন থেকে অবসর নিলেও কাজ থেকে অবসর নেননি কৃষ্ণ।

ধূপগুড়ি হাসপাতালের স্বাস্থ্যকর্মী কৃষ্ণ অবসর গ্রহণ করেছেন ২০১৭ সালে। ধূপগুড়ি হাসপাতালের ফুলের বাগানের নিয়মিত পরিচর্যা করেন তিনি। সেই বাগানে নতুন গাছও লাগিয়েছেন তিনি। নিজের কাজ নিয়ে কৃষ্ণ বলেছেন, ‘‘ধূপগুড়ি হাসপাতালকে খুব ভালবাসি। তাই অবসরের পর এখনও নিয়মিত ভাবে হাসপাতালে আসি। হাসপাতালে থাকা ফুলের বাগানের পরিচর্যা মূলত আমিই করি। আরও ২ জন রয়েছেন। তাঁরাও বাগানের দেখভাল করেন। বয়সের জেরে শারীরিক অসুস্থতার কারণে ঠিকঠাক পরিচর্যা করতে পারি না। তবে যতটা পারি, চেষ্টা করি।’’

কৃষ্ণর কাজ করা নিয়ে ওই ব্লকের স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ বলেছেন, ‘‘ফুলের বাগান হাসপাতালের সৌন্দর্যায়নের পাশাপাশি রোগীর আত্মীয়দের মন ভাল রাখে। অবসর গ্রহণের পরেও স্বাস্থ্যকর্মী কৃষ্ণ দাস নিজের কাজের পাশাপাশি সেই বাগানের পরিচর্যা করে যাচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhupguri Health worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE