রাস্তা তৈরির ১৫ দিনের মধ্যে ভেঙে ঢালাই ভেঙে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনা ঘিরে বিজেপি-তৃণমূল চাপান-উতোরে তপ্ত চাঁচলের রাজনৈতিক পরিমণ্ডল। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নিয়ে জেলা পরিষদের রাস্তা তৈরির অভিযোগ বিজেপির। তৃণমূলের দাবি, কাঁচা রাস্তায় গাড়ি যাওয়ার কারণেই রাস্তা ভেঙেছে।
পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযানের আওতায় মালদা জেলা পরিষদের পক্ষ থেকে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মল্লিকপাড়া কালভার্ট থেকে মল্লিকপাড়া কবরস্থানের অভিমুখে রাস্তা পুনর্নিমাণ এবং ঢালাইয়ের কাজ করা হয়। এই কাজে বরাদ্দ করা হয় ৯ লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে রাস্তার কাজ যে, ১৫ দিনের মধ্যে ভেঙে গিয়েছে ঢালাই। প্রতিবাদে সোমবার টায়ার পুড়িয়ে স্বরূপনগর বাস স্ট্যান্ডে অবরোধ করেন এলাকাবাসী।
বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে। দাবি উঠেছে রাস্তা ঠিক করে দেওয়ার। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। কাটমানির অভিযোগ তুলে বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘জেলা জুড়ে একই চিত্র। প্রত্যেকটা সরকারি কাজ নিয়ে লাগামছাড়া দুর্নীতি হচ্ছে। ঠিকাদারদের ঘুষ দিয়ে কাজ নিতে হচ্ছে। ফলে তাঁরাও নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। রাজ্যে কাটমানির সরকার চলছে।"