Advertisement
২৭ জুলাই ২০২৪
Street Dogs

Street dogs: পথকুকুরদের ফোঁটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন ধূপগুড়ির সপ্তদীপার, সঙ্গে দিলেন বিরিয়ানি

নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে এ দিন ফোঁটা দেন সপ্তদীপা। তাদের খাবার, মিষ্টিও খেতে দেন তিনি।

​​​​​​​নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে ফোঁটা দেন  সপ্তদীপা।

​​​​​​​নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে ফোঁটা দেন সপ্তদীপা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৮:০৮
Share: Save:

শনিবার সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে ভাইফোঁটা। দীর্ঘায়ু কামনা করে ভাইদের কপালে এ দিন ফোঁটা দেন দিদিরা। বঙ্গদেশের এই লোকপ্রিয় সামাজিক পার্বণকে একটু অন্য ভাবে পালন করলেন ধূপগুড়ির সপ্তদীপা দে। পথকুকুরদের কপালে ফোঁটা দিয়েই এই অনুষ্ঠান পালন করলেন তিনি।

নিজের পোষ্য-সহ রাস্তার মোট ৩০টি কুকুরকে এ দিন ফোঁটা দেন সপ্তদীপা। তাদের খাবার, মিষ্টিও খেতে দেন তিনি। কুকুরদের কথা ভেবেই কম মশলা দিয়ে তৈরি করেছিলেন বিরিয়ানি। সপ্তদীপা বলেন, ‘‘দোলে যেমন রং লাগিয়ে দেওয়া হয় কুকুরদের গায়ে, তেমনই দীপাবলিতে পথকুকুরদের গায়ে বাজি ছোড়া হয়। এই পথপশুদের দীর্ঘায়ু কামনা করেই তাদের কপালে ফোঁটা দিলাম।’’

সপ্তদীপার এই কাজের প্রশংসা করে ধূপগুড়ি পুরসভার ভাইস-চেয়ারম্যান রাজেশকুমার সিংহ বলেন, ‘‘এই দেখে পথপশুদের প্রতি ভালবাসা জন্মানো উচিত মানুষের মধ্যে।“

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Street Dogs Bhai Phonta 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE