Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Darjeeling

Darjeeling: বরফে আচ্ছন্ন ঘুম, আবহাওয়ার আচমকা বদল, তুষারপাতে দার্জিলিং জমজমাট

সকাল থেকে শহরের রাজপথেও তেমন ভিড় দেখা যায়নি। দুপুর গড়িয়ে বিকেল হতেই পারদ আরও নিম্নগামী হয় পাহাড়ে।

দার্জিলিঙে তুষারপাত।

দার্জিলিঙে তুষারপাত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৮:০৬
Share: Save:

সারা দিন আবহাওয়া ভালই ছিল। বুধবার বুধবার রাত থেকেই আচমকাই ভোল বদলে গেল দার্জিলিঙের চেহারা। কনকনে ঠান্ডা, কুয়াশা সঙ্গী ছিল শৈলশহরের। সেই সঙ্গে যোগ হয়েছে তুষারপাত এবং বৃষ্টি।
বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন দার্জিলিঙের আকাশ। জানুয়ারির এই সময়ে কনকনে ঠান্ডা হাড় কাঁপিয়ে দিচ্ছে পাহাড়রবাসীর। সকাল থেকে শহরের রাজপথেও তেমন ভিড় দেখা যায়নি। দুপুর গড়িয়ে বিকেল হতেই পারদ আরও নিম্নগামী হয় পাহাড়ে।

দার্জিলিঙের জোড়বাংলো, টাইগারহিল, চটকপুর, জলাপাহাড়, ঘুম-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তুষারপাত। সান্দাকফুর সিঙ্গালিলা রেঞ্জের টুমলিং, টোংলুতেও শুরু হয়েছে তুষারপাত। গোটা এলাকা মুড়ে গিয়েছে বরফের চাদরে। তুষারপাতের জেরে পাহাড়ের রাস্তা ঢেকে গিয়েছে বরফে। রাস্তার দু’ধারেও নজরে এসেছে বরফের স্তূপ। বসতি এলাকাতেও শুরু হয়েছে তুষারপাত। সঙ্গে রয়েছে প্রবল ঠান্ডা এবং কুয়াশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Darjeeling Snowfall train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE