কিশোরীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সাহায্যে বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে! সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। শনিবার অভিভাবক ও ছাত্রীদের সঙ্গে স্থানীয় থানায় গিয়ে চার সহপাঠীর বিরুদ্ধে অভিযোগে দায়ের করেছে নবম শ্রেণির ওই ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী ছাত্রী কালিয়াগঞ্জ থানার অন্তর্গত একটি স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। অভিযোগ, এআইয়ের সাহায্যে ওই ছাত্রীর মুখ কোনও অশ্লীল ছবির সঙ্গে জুড়ে সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তারই চার সহপাঠী। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রীরা। শনিবার বিকালে অভিভাবকদের সঙ্গে নিয়ে এসে চার অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তারা।
আরও পড়ুন:
নবম শ্রেণির ওই ছাত্রীর কথায়, স্কুলে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ। কিন্তু দিন কয়েক আগে তাদের এক সহপাঠী লুকিয়ে স্কুলে মোবাইল ফোন নিয়ে এলে তার বিরুদ্ধে শিক্ষকদের কাছে অভিযোগ করেছিল ওই পড়ুয়া। এর পরেই ‘প্রতিশোধ’ নিতে ছাত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বন্ধুদের কাছ থেকেই ওই ছাত্রী জানতে পারে, তার একটি ‘অশ্লীল’ ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্রীর অভিযোগের তির সংশ্লিষ্ট পড়ুয়া ও তার তিন বন্ধুর দিকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।