Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Udayan Guha

‘দাদু আমার হিরো’! বাবা উদয়নের মন্তব্যে সায় নেই মন্ত্রীপুত্রের

নিয়োগ দুর্নীতির অভিযোগে বাবাকে কার্যত কাঠগড়ায় তোলায় উদয়নকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। এই পরিস্থিতিতে ছেলে সায়ন্তনের সমাজমাধ্যমের পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

উদয়ন গুহ। ফাইল ছবি।

উদয়ন গুহ। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ২১:২৪
Share: Save:

বাম জমানার ‘নিয়োগ দুর্নীতি’ নিয়ে মুখ খুলতে গিয়ে নিজের বাবা কমল গুহকেও ছাড়েননি উদয়ন গুহ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল দলের স্বার্থে ‘দুর্নীতি করেছেন’ বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তবে প্রকাশ্যে বাবার এমন মন্তব্যে সায় নেই ছেলে সায়ন্তন গুহের। সমাজমাধ্যমে সে কথা বুঝিয়ে দিয়ে সায়ন্তন লিখলেন, ‘‘দাদুই আমার প্রথম হিরো!’’

নিয়োগ দুর্নীতির অভিযোগে বাবাকে কার্যত কাঠগড়ায় তোলায় উদয়নকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। এই পরিস্থিতিতে ছেলে সায়ন্তনের সমাজমাধ্যমের পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সায়ন্তন ফেসবুকে লিখেছেন, ‘‘এই বর্তমান পরিস্থিতিতে দাদুর প্রসঙ্গ না এলেই ভাল হত। মাই ফার্স্ট হিরো কমল গুহ।’’ তবে এরই সঙ্গে বাবার মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রীপুত্র। ফেসবুক লাইভে সায়ন্তন বলেন, ‘‘উদয়ন গুহ বলতে চেয়েছেন, বাম আমলে দলের কর্মীদের কোটায় চাকরি পাইয়ে দেওয়া হত।’’ বাবার মতো সায়ন্তনও বাম আমলের ‘নিয়োগ দুর্নীতি’ নিয়ে সরব হয়েছেন। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘‘চাকরি কি শুধু কমল গুহের রেকমেন্ডেশনে হয়েছে? চণ্ডী পালের রেকমেন্ডেশনে হয়নি? উত্তরবঙ্গে অশোক ভট্টাচার্য চাকরি কি দেননি?’’

ছেলের ফেসবুক পোস্টের প্রেক্ষিতে উদয়নের অবশ্য বক্তব্য, সায়ন্তন তাঁর সম্পর্কে কিছু বলেননি। বলেছেন সাংবাদিকদের সম্পর্কে। মন্ত্রীর কথায়, ‘‘ছেলে সোশ্যাল মিডিয়ায় যা লিখেছে, ঠিকই লিখেছে। সে সাংবাদিকদের উদ্দেশে বলতে চেয়েছে যে, কমল গুহের প্রসঙ্গ না এলেই ভাল হত। আমি যে কথাগুলো বলেছি, ও (ছেলে) সেটাই আরও ভাল করে বুঝিয়ে দিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udayan Guha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE