Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Babita Sarkar

Babita Sarkar: নতুন ববিতা দিদিমণিকে নিয়ে খুশি স্কুল

সোমবার থেকে স্কুলে নতুন করে ক্লাস শুরু হবে। ‘ববিতা ম্যাডামের’ ক্লাস করতে মুখিয়ে রয়েছে উঁচু ক্লাসের ছাত্রীরাও।

ছাত্রীদের সঙ্গে ববিতা সরকার।

ছাত্রীদের সঙ্গে ববিতা সরকার।

দেবজ্যোতি রায় লস্কর
মেখলিগঞ্জ শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ০৬:৪৭
Share: Save:

ছ’দিন হল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদান করেছেন ববিতা সরকার। গত সোমবার পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর শূন্যপদে রাষ্ট্রবিজ্ঞানের সহ-শিক্ষিকা হিসেবে যোগ দেন তিনি। আর এই কয়েক দিনেই তিনি মন জয় করে নিয়েছেন ছাত্রীদের অনেকের। স্কুলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চলায় এখনও ক্লাস শুরু হয়নি। পরীক্ষার ‘ডিউটি’র মধ্যেই ছাত্রীদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে নবনিযুক্ত দিদিমণিকে। ছাত্রীরাও অনেকেই দরাজ গলায় সার্টিফিকেট দিয়ে বলছে, ‘‘নতুন দিদিমণি খুব মিশুকে স্বভাবের।’’

সোমবার থেকে স্কুলে নতুন করে ক্লাস শুরু হবে। ‘ববিতা ম্যাডামের’ ক্লাস করতে মুখিয়ে রয়েছে উঁচু ক্লাসের ছাত্রীরাও। এক ছাত্রী মুন্নি খাতুন বলে, ‘‘ম্যাডাম অনেক লড়াই করে চাকরি পেয়েছেন শুনেছি। ওঁর ক্লাসের অপেক্ষায় রয়েছি।’’ ববিতার প্রশংসা শোনা গিয়েছে সহকর্মীদের গলাতেও। তাঁদের এক জন সতুল রায় বলেন, ‘‘ববিতা ম্যাডাম মন দিয়ে নিজের দায়িত্ব পালন করে চলেছেন।’’

অন্য দিকে, ববিতাকে নিয়ে উচ্ছ্বাস মেখলিগঞ্জেও। পথে ঘাটে তাঁকে একঝলক দেখে নিচ্ছেন সকলেই। যোগদানের দিন থেকেই চলছে ‘ম্যাডামের’ সঙ্গে ছবি তোলার হিড়িক চলছে। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমেও তোলপাড় হচ্ছে। ফেসবুকে মেখলিগঞ্জের এক যুবক অশোক রায় লিখেছেন,‘‘বর্তমানে অধিকাংশ শিক্ষিত বেকার ছেলেমেয়েদের মনের মধ্যে একটা ভুল ভাবনা, ‘ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না’। সেই ভাবনা ববিতা দিদি ভেঙে দিয়েছেন। ওঁর এই দীর্ঘ দিনের আইনি লড়াই থেকেই বোঝা যায় যে তিনি নির্ভীক।’’

স্কুলের বিষয়ে ববিতা নিজে বলেছেন, ‘‘পরীক্ষা শেষ হল। পরীক্ষার ডিউটি করেছি। সোমবার থেকে ক্লাস শুরু হবে। ক্লাস করাতে মুখিয়ে রয়েছি।’’ তিনি জানান, স্কুল করতে কোনও রকম সমস্যা হচ্ছে না। এখন শিলিগুড়ি থেকেই গাড়িতে যাতায়াত করছেন। বাড়ি ভাড়া নেওয়ার খোঁজ চলছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শিরোনামে আসে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের নাম। চাকরিপ্রার্থী ববিতা সরকারের আবেদনের ভিত্তিতে দুর্নীতির অভিযোগে রাষ্ট্রবিজ্ঞানের সহ-শিক্ষিকা অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করে উচ্চ আদালত। অঙ্কিতা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর কন্যা হওয়ায় বিষয়টি অন্য মাত্রা পায়। মেয়ের চাকরি নিয়ে তিন বার সিবিআই জেরার মধ্যেও পড়তে হয় প্রতিমন্ত্রীকে। উচ্চ আদালতের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মেখলিগঞ্জের সেই স্কুলেই যোগ দেন ববিতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babita Sarkar Mekhliganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE